মহানগর ডেস্ক: ভোটে মুসলিম মহিলাদের টিকিট দেওয়া ইসলাম বিরোধী। তাঁদের ভোটে প্রার্থী করে ইসলাম ধর্মকে দুর্বল করা হচ্ছে। এমনই মনে করেন গুজরাতের জামা মসজিদের শাহী ইমাম (Shahi Imam) সাব্বির আহমেদ সিদ্দিকি। জানান, পুরুষরা কী নেই যে মুসলিম মহিলাদের ভোটে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। ইসলাম ধর্মকে (Weaken Islam) দুর্বল করার ধারণা প্রসঙ্গে কর্ণাটকে হিজাব বিতর্কের উল্লেখ করে নিয়ে শাহী ইমামের বক্তব্য, যদি একজন মহিলাকে বিধায়ক,মন্ত্রী বা কাউন্সিলর করা হয়,তখন কী হবে। মুসলিমরা হিজাবকে সুরক্ষা দিতে পারবেন না। বিষয়টি তুলে ধরা যাবে না।
তিনি জানান বিষয়টি সরকারের কাছে এখন তোলা হলে, তারা জবাব দেবে। কিন্তু মহিলারা বিধানসভা ভবন, সংসদ, মিউনিসিপাল বোর্ডে বসছেন। তিনি মুসলিম মহিলাদের ভোটে টিকিট দেওয়ার কট্টর বিরোধী। কারণ ভোটে দাঁড়ালে তাঁদের দরজায় দরজায় গিয়ে প্রচার করতে হবে। সমস্ত ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে। দিল্লির মিউনিসিপালিটি ভোটে মহিলা প্রার্থীদের উদাহরণ টেনে এনে শাহী ইমাম বলেন, তাঁর মতে রাজনৈতিক দলগুলো ভাবছে আজকের দিনে মহিলারা সব নিয়ন্ত্রণ করতে পারবেন। রাজনৈতিক দলগুলি যদি মহিলাদের বাগে আনতে পারে,তাহলে তাঁদের গোটা পরিবারকে কব্জায় আনতে পারবে। এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য তিনি দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।