Home Featured Shahid Afridi Reacted : ভারতের ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতার অভাব, এশিয়া কাপ নিয়ে জয় শাহের মন্তব্যের কড়া সমালোচনা শাহিদ আফ্রিদির

Shahid Afridi Reacted : ভারতের ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতার অভাব, এশিয়া কাপ নিয়ে জয় শাহের মন্তব্যের কড়া সমালোচনা শাহিদ আফ্রিদির

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: পাকিস্তান নয়, তেইশের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে খেলা নিয়ে বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহের মন্তব্যের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া সুরে তার পাল্টা জবাব দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi Reacted) । জানালেন ভারতে ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতার অভাবের কারণেই (Lack Of Administration Experience) জয় শাহ এমন মন্তব্য করেছেন। গতকাল বিসিসিআইয়ের একানব্বইতম বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআইয়ের সচিব জানিয়েছিলেন আগামী বছর উপমহাদেশীয় টুর্নামেন্ট নিরপেক্ষ দেশে হবে। যদিও ২০২৩-এর এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। কিন্তু সচিব জানান আগামী বছরে এশিয়া কাপ নিরপেক্ষ দেশেই করা হবে।

জয় শাহ শুধু বিসিসিআইয়ের সচিবই নন। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও বটে। গতকাল সংবাদমাধ্যমকে জানান,তাঁরা ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশেই করা হবে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে কিনা, তা কেন্দ্রীয় সরকারের বিচার্য। এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে আগামী বছরে এশিয়া কাপ নিরপেক্ষ দেশে করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই শাহের মন্তব্যের জবাব দিতে নিজের টুইটার হ্যান্ডেলকে বেছে নেন শাহিদ আফ্রিদি। টুইটারে তিনি প্রশ্ন করেন যখন গত বারো মাস ধরে দু দেশের দলের মধ্যে চমৎকার এক বোঝাপড়া তৈরি হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ফিল গুড পরিবেশ তৈরি হয়েছে,তখন টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে কেন তিনি এমন মন্তব্য করলেন। তাঁর এই মন্তব্য ভারতে ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতার অভাবেই প্রতিফলন ঘটিয়েছে।

এদিকে এশিয়া কাপ যদি নিরপেক্ষ দেশে করা হয়, তাহলে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩য়ের বিশ্বকাপ থেকে তাদের দেশ নাম তুলে নেবে বলে হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির চেয়ারম্যান রামিজ রাজার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, জয় শাহের মন্তব্যের পর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার কথা ভাবছে পাকিস্তান। পিসিবির সূত্রের খবর, তারা এই মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ তারা জানে পাকিস্তান যদি ভারতে বিশ্বকাপ না খেলে, তাহলে আইসিসি ও এসিসির টুর্নামেন্টকে বাণিজ্যিক দায় ও ক্ষতির মুখে পড়তে হবে। ভারত ও পাকিস্তান একমাত্র আন্তর্জাতিক বা উপমহাদেশের টুর্নামেন্টে খেলে থাকে। ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে অংশ নেওয়ার পর থেকে সেদেশে সফর করেনি। পাকিস্তান এদেশে এসেছিল ২০১২ সালে।

You may also like