Home Entertainment Shahrukh Khan : রূপ বদলালো বুর্জ খলিফা, আপাদমস্তক ঢাকলো শাহরুখের পোস্টারে

Shahrukh Khan : রূপ বদলালো বুর্জ খলিফা, আপাদমস্তক ঢাকলো শাহরুখের পোস্টারে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গতকাল ৫৭ বছরে পা দিলেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই দেশজুড়ে ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। রাত থেকে সকাল পর্যন্ত অনুরাগীরা ভিড় জমিয়ে ছিল তার বাড়ির সামনে। যদিও নিরাশ করেননি তিনি। আগেরবারের দুঃখ পুষিয়ে দিলেন দুবারে। রাত বারোটার সময় যেমন হাজির হয়েছিলেন ভক্তদের কাছে। একইভাবে সকালের আলো ফুটতে না ফুটতেই ফের কালো ফটকের সামনে হাজির হলেন কিং খান।

তবে তিনি শাহরুখ খান, যার নামটাই যথেষ্ট। অন্তত এমনটা তিনি নিজেই বলে থাকেন বারবার। তাই তার খ্যাতি যে কেবল ভারতে আটকে থাকবে এমনটা নয়। শাহরুখের অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। তাই মুম্বাইয়ের মত দুবাইয়ের বুর্জ খলিফা এদিন সেজেছিল শাহরুখের রঙে। আপাদমস্তক মুড়ে ফেলেছিল নিজেকে শাহরুখের পোস্টারে। সেই সঙ্গে লেখা ছিল ‘ হ্যাপি বার্থডে শাহরুখ খান। হ্যাপি বার্থডে পাঠান।উই লাভ ইউ’। এবং একই সঙ্গে গান বাজছিল তুঝে দেখা তো ইয়ে জানা সানাম।

যদিও এটাই প্রথমবার নয়। এর আগেও বুর্জ খালিফা নিজেকে সাজিয়েছিল শাহরুখের জন্মদিনের দিন। এদিন যে কেবল তার অনুরাগীরাই থেকে সারপ্রাইজ দিয়েছেন এমনটা নয়। বরং নিজের জন্মদিনের দিন আসল সারপ্রাইজ দিলেন ভক্তদেরকে। কথা দিয়েছিলেন ২ নভেম্বর সামনে আনবেন পাঠান ছবি টিজার। কথা রেখেছেন তিনি। তবে টিজার দেখার পর ইতিমধ্যে তা ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছেন তার অনুরাগীরা।

উল্লেখ্য প্রায় চার বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে পর্দায় ফিরতে চলেছেন তিনি। এর আগে শেষবার তাকে মুখ্য ভূমিকায় পর্দায় দেখা গিয়েছিল জিরো ছবিতে। সম্প্রতি ব্রহ্মাস্ত্র ছবিতে নিজের ক্যামিও অবতারে হাজির হয় ফের স্পটলাইট কেড়ে নিয়েছেন কিং খান।

You may also like