Home Entertainment Shahrukh Khan : দেশছাড়া শাহরুখ! খুঁজে পাওয়া গেল সৌদি আরবের এক শপিংমলে

Shahrukh Khan : দেশছাড়া শাহরুখ! খুঁজে পাওয়া গেল সৌদি আরবের এক শপিংমলে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : আগামী বছরটা যে কিং খানের বছর হতে চলেছে একথা নিঃসন্দেহে বলা যায়। কারণ চার বছর পর কামব্যাক করে পরপর ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে জন্মদিনে নিজের বাড়িতে থাকলেও শোনা যাচ্ছে আপাতত নাকি দেশে নেই তিনি। তাহলে কোথায় রয়েছেন? সম্প্রতি সৌদি আরবের এক বইমেলা অনুষ্ঠানে যদি হিসেবে দেখা গিয়েছিল কিং খানকে। তবে সেখানে অতিথি হিসেবে যাননি তিনি। বরং আরেকটি কাজ বাকি রয়েছে তার সেখানে।

রাজকুমার হিরানির সঙ্গে একাধিক অভিনেতা কাজ করলেও কোনদিন শাহরুখ খানকে দেখা যায়নি। এ নিয়ে তার ক্ষোভ অবশ্য কিছুটা কম ছিল না। সে কথা জানিয়েও ছিলেন নিজে সরাসরি পরিচালককে। তবে কোন কিছু বলার আগেই পরিচালক বলে বসেন পরের ছবিটাতে তিনি হিরো। ব্যাস হাতের চাঁদ পাওয়ার মত কিং খানও বলে বসে ছিলেন,’ আপনি শুধু স্ক্রিপটা রেডি করুন বাকি সময় মত আমি পৌঁছে যাব প্রয়োজন হলে আমি তো স্টুডিওতে ঘুমিয়ে পড়বো’। তবে স্টুডিওতে দেখা না গেলেও শাহরুখের খোঁজ পাওয়া গেল সৌদি আরবের জেড্ডার এক শপিংমলে।

সূত্রের খবর অনুযায়ী আগামী বছর ২২ ডিসেম্বর পর্দায় মুক্তি পাবে ডানকি। যার শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। যদিও ব্যাপারটা লুকোচাপা রাখতে চেয়েছিলেন পরিচালক হিরো দুজনেই। তবে অনুরাগীদের চোখকে কি ফাঁকি দেওয়া যায়? দিন কয়েক আগেই বাদশাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায়। বর্তমানে শুটিংয়ের কাজেই তিনি রয়েছেন সৌদি আরবে। সেখানে জেড্ডা ওয়াটার ফ্রন্টে তাকে দেখা যায় প্রথম। তারপর সেখান থেকে দেখা যায় সুপার মার্কেটে। সেখান থেকেই অভিনেতার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। লম্বা লেদার জ্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছে তাকে। মাথায় রয়েছে টুপি। তবে সামান্য দূরে দাঁড়িয়ে ছিলেন তার ক্রিউ মেম্বাররা সকলে।

সৌদি আরব থেকে কিং খানের এই ছবিগুলি ভাইরাল করেছেন তার অনুরাগীরা। মুহূর্তের মধ্যে ভিডিও তুলে পোস্ট করেন তারা। তবে ডানকির কাজে আপাতত ব্যস্ত থাকলেও শাহরুখের হাতে রয়েছে পাঠান এবং জওয়ানের মত ছবি। যেগুলি মুক্তি পাবে তার আগেই।

You may also like