মহানগর ডেস্ক : তিনি বাদশা, তিনি রাজ করেন বলিউড। যদিও খ্যাতির পরিমাপ ছাড়িয়েছে বিশ্বের কোণে কোণে। তাই তার যে হালচাল আদব-কায়দা অন্যদের তুলনায় একটু আলাদা হবে সেটা খুবই স্বাভাবিক। তিনি নিজেও মনে করেন যার নামটুকুই যথেষ্ট। বলিউডের আর কোন হিরো এতোটা বুকের পাটা রাখেন কিনা বলা মুশকিল।তাই মাঝে মধ্যে শিরোনামে উঠে আসাও আর পাঁচটা বাকি কাজের মত তার কাছে খুবই সাধারণ। তবে এবারে শিরোনামে উঠে এলেন এক অন্য কারণে। যার পেছনে রয়েছে তার সাধের বাংলো বাড়ি।
দীর্ঘদিন ধরেই নিজের বাড়ি নিয়ে একটু বেশি যত্নবান শাহরুখ। মাঝেমধ্যেই বাড়ি মেরামতির জন্য কাজে লাগাচ্ছেন লোককে। যেমন কদিন আগে হইচই পড়ে গিয়েছিল চুরি গেছে শাহরুখের বাড়ির নেমপ্লেট। পরে জানা যায় তার ‘ল্যান্ডস এন্ড’য়ের একটু পরিচর্যা চলছে। যে কারণে আপাতত তা খুলে রাখা হয়েছে। পরে যদিও ঝকঝকে এক নেমপ্লেট খোদাই করে লাগিয়েছিলেন বাড়ির সামনে। তবে এবার ফের পরিবর্তন হয়েছে তার নিমপ্লেট। তার গেটের দু’পাশে বড় বড় করে লেখা রয়েছে মন্নত। যার মূল্য কয়েক লক্ষ। যদিও এর পুরো পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন শাহরুখ পত্নী গৌরী নিজে। বাকি সেলিব্রিটিদের ঘর সাজিয়ে এবার নিজের বাড়ির সাজানোর দায়িত্ব নিয়েছিলেন গৌরী নিজের হাতে।
তবে এবার ফের নতুনত্বের ছোঁয়া পেয়েছে তার সাধের বাড়ি। হাজার হোক নিজের বাড়ি। বাকিদের থেকে তো একটু অন্যরকম সাজাতেই হবে। তাই নেম প্লেটের মাথায় জুড়ে দিয়েছেন হীরে। যে হীরের ঝলকানি এতটাই যে পথ চলতি মানুষ থেকে অনুরাগী সমালোচক সবার নজর কেড়েছে মন্নত। স্বাভাবিকভাবেই তার বাড়ির সামনে ছবি তোলার জন্য ভিড়টাও আগের থেকে একটু বেড়েছে। রাতের আধারে সেই হীরে খচিত নেমপ্লেট যেন শাহরুখের স্পটলাইটও কেড়ে নিয়েছে।
তবে বাড়ি ছাড়াও নিজের কামব্যাকের জন্যও শিরোন নামে বেশ কিছুদিন ধরে রয়েছেন কিং খান। দীর্ঘ চার বছরের অবসর কাটিয়ে অবশেষে রূপলি পর্দায় ফিরতে চলেছেন তিনি একেবারে নতুন অবতারে। সিদ্ধার্থ আনন্দের হাত ধরে গুপ্তচরের ভূমিকায় ফিরছেন ‘পাঠান’ । যার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। আগামী বছর ২৫ শে জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত এই ছবি।