Home Entertainment Shahrukh Khan : জওয়ান ছবির শেষ দিনে বিশেষ ফ্যানদের সঙ্গে দেখা করলেন শাহরুখ

Shahrukh Khan : জওয়ান ছবির শেষ দিনে বিশেষ ফ্যানদের সঙ্গে দেখা করলেন শাহরুখ

by Oindrila Chakraborty
Shahrukh Khan : জওয়ান ছবির শেষ দিনে বিশেষ ফ্যানদের সঙ্গে দেখা করলেন শাহরুখ

মহানগর ডেস্ক : শাহরুখ খান, যার নামটাই যথেষ্ট। যার সঙ্গে দেখা করার জন্য অগণিত ভক্ত ভিড় করে থাকেন তার বাড়ির সামনে। তবে এবার কিং খান নিজেই দেখা করলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। চেন্নাইতে কিছু ভাগ্যবান ফ্যানের সঙ্গে শুধু দেখা করলেনা তুললেন ছবিও।

সম্প্রতি কাজের সূত্রে চেন্নাইতে রয়েছেন শাহরুখ। সেখানে দক্ষিণী পরিচালক অ্যাটলির জওয়ান ছবির কাজে ব্যস্ত তিনি। সেখানেই পাঁচতারা হোটেলে তার সঙ্গে দেখা করতে গেলেন এসআরকে চেন্নাই ফ্যান ক্লাবের সদস্যরা। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি এবং করুণা বাদ্বাল সমস্ত আয়োজন করেছিলেন ফ্যানেদের জন্য। সেখানেই বিশেষ কিছু ফ্যানের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন শাহরুখ। সেই ছবি শেয়ার করা হয় ওই ফ্যান ক্লাবের তরফ থেকে। আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ঘুরে ফিরে আসতেই হাত কামড়েছে বেশকিছু অনুরাগী। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

উল্লেখ্য, আগামী বছর ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় এই পাঁচ ভাষায় মুক্তি পাবে ছবি। তবে ছবিকে ঘিরে জল্পনা রয়েছে বিজয় থালাপতি নাকি ক্যামিও হিসেবে আসতে পারেন জওয়ানে।

You may also like