মহানগর ডেস্ক : আরবে অনুষ্ঠিত হচ্ছে ৪১ তম সারজা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার অনুষ্ঠান। সেখানেই বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে গিয়েছেন বলিউড বাদশা। শুক্রবার এই অনুষ্ঠানে বিশেষ সম্মানিত হন অভিনেতা। এছাড়া দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার অবদানের জন্য গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারিটিভ পুরস্কারে ভূষিত করা হয় তাকে।
সেখানেই নিজের ভক্তদের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মঞ্চে দাঁড়িয়ে। পাশাপাশি নিজের পরিবার কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেছেন তিনি। কথায় কথায় জানিয়েছেন আর যদি তার বাবা-মা বেঁচে থাকতেন তাহলে কী বলতেন তাকে। পাশাপাশি অবশ্যই তার ছেলেমেয়েদের নিয়ে গর্ব করতেন।
সেখানে দাঁড়িয়ে শাহরুখ বলেছেন,’ আমার মনে হয় আমার বাবা-মা আমাকে দেখলে প্রথমেই বলত তুমি অনেক রোগা হয়ে গিয়েছো। মুখটা ভেতর দিকে ঢুকে গিয়েছে। ভালো করে খাওয়া দাওয়া কর’। এই কথা শুনেই হেসে উঠেছেন প্রত্যেক দর্শক। এপাশে তিনি বলেন,’ আমি মনে করি আমরা আমাদের তিন সন্তানকে যেভাবে মানুষ করেছে তা দেখলে তারা খুশি হতেন। গর্ববোধ করতেন। আমার মনে হয় আমার এটাকে বলে মনে করতেন। আমি মনে করি আমাদের সবার এমন কিছু করা উচিত যার জন্য বাবা-মায়েরা গর্ববোধ করতে পারে’।
ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ। একসঙ্গে বিভিন্ন চড়াই উতরায়ের সাক্ষী থেকেছেন দুজনে। বর্তমানে তাদের ছেলেমেয়েরাও বলিউডে ড্যেবু করতে তৈরি। আরিয়ান কাজ করতে চান পর্দার পেছনে। এবং সুহানা খুব শীঘ্রই জোয়া আক্তারের পরবর্তী ছবি দ্য আর্চিসের মাধ্যমে পা রাখতে চলেছে অভিনয় জগতে।