মহানগর ডেস্ক : মুম্বাই এয়ারপোর্টে বুধবার ভোররাতে আচমকাই পাপ্পারাজিদের ক্যামেরায় বন্দি হন শাহরুখ খান এবং সুহানা খান। কিন্তু এখন সকাল সকাল বাবা মেয়ে মিলে কোথায়, পাড়ি দিলেন সে খবর যদিও জানা যায়নি। তবে ক্যামেরাবন্দি হলেও দুজনের মুখেই ছিল স্মিত হাসি।
দুজনেই একেবারে সাবলীল ভাবে ধরা দিয়েছেন। সুহানা পড়েছিলেন সাদা রংয়ের হুডি এবং ঢোলা জিন্স। শাহরুখের পরনে ছিল কালো টি শার্ট -জিন্স এবং খয়রি রংয়ের লেদার জ্যাকেট। যদিও নিজেদের ডেস্টিনেশন সম্পর্কে কিছুই জানান নি দুজনে। তবে আশা করা যাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া অন্তত জানিয়ে দেবে তাদের পরবর্তী পরিকল্পনা।
ইতিমধ্যে বলিউডে নিজের ডেভিউ করে ফেলেছেন শাহরুখ কন্যা। জয়া আক্তারের পরিচালনায় বিখ্যাত নাইন্টিজের আইকনিক কমিকস আর্চিস ছবির মধ্যে দিয়ে। অন্যদিকে শোনা যাচ্ছে আরিয়ান প্রস্তুত বলিউডে নিজের পা রাখার জন্য। তবে পর্দার সামনে নয়, পর্দার পেছনেই থাকতে চান আরিয়ান। ইচ্ছা পরিচালনার।
পাশাপাশি শাহরুখ কাম ব্যাক করেছেন প্রায় চার বছর পর। দীর্ঘ বিরতির পর রূপলী পর্দায় ফিরছেন পাঠান নিয়ে। যেখানে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। এছাড়াও তার পাইপলাইনে রয়েছে আরও দুটি ছবি। দক্ষিণী পরিচালক এ্যাটলির সঙ্গে জওয়ান এবং রাজকুমার হিরানির সঙ্গে ডানকি।