মহানগর ডেস্ক : আজ বলিউড বাদশা শাহরুখের জন্মদিন। দেখতে দেখতে সাতান্ন বছরে পা দিলেন অভিনেতা। বলিউডের এক নম্বর লাভার বয় হিসেবে আজও জায়গাটা পাকা করে ধরে রেখেছেন তিনি। যার কারণ অবশ্যই বাড়ির ছেলের মতন ব্যবহার। রাজু বান গ্যায়া জেন্টলম্যান দিয়ে বলিউডে পা রাখেন তিনি। ধীরে ধীরে কুছ কুছ হোতা হে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাভি খুশি কাভি গামের মত ‘মানি মেকিং’ ছবি যেমন রয়েছে তার ঝুলিতে। তেমনি স্বদেশ, ডিয়ার জিন্দেগি,চাক দে ইন্ডিয়ার মতো ছবিতে অবদান রয়েছে তার।
তবে বলিউড বাদশা ছবি হিট করাতে মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত বা বলা ভালো ‘রিস্ক’ নিয়েছিলেন যেগুলি ভাবলে এখনো শিউরে ওঠেন নিজেই। ফিল্ম কম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। বরাবরই ধূসর চরিত্র টানে তাকে। যে কারণে বাজিগর ,ডর আনজামের মত ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে নিজের পছন্দ হলেও সেইভাবে পরিচালকরা থেকে ধূসর চরিত্রে ভাবেননি কোনদিন। তাই তিনি ভয় পেতেন কেবলমাত্র রোমান্টিক হিরো হিসেবেই না লোকে চেনে তাকে। তাই বিভিন্ন ধরনের ছবি করতে চেয়েছিলেন তিনি।
অবশেসিভ প্রেমিক, সাধারণ মানুষ, মস্তান, হকি কোচ, এনআরআই, ডন, বিজ্ঞানী, আর্মি ম্যান, মহারাজা, ফ্যান এক এক চরিত্রে একেক রকম ভাবে নিজেকে প্রকাশ করেছেন শাহরুখ। তাই আজ তিনি কেবলমাত্র রোমান্টিক হিরো নয়। বলিউডের অন্যতম ‘ভার্সেটাইল হিরো’।