Home Entertainment Shahrukh Khan : সলমন-হৃত্বিকের থেকে ওয়ার্ক আউট টিপস চেয়েছেন কিং খান? কিন্তু কেন?

Shahrukh Khan : সলমন-হৃত্বিকের থেকে ওয়ার্ক আউট টিপস চেয়েছেন কিং খান? কিন্তু কেন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : তার সিক্স প্যাক আছে কিনা সে ব্যাপারে বিন্দুমাত্র মাথা ঘামান না তার অনুরাগীরা। কারণ তিনি শাহরুখ, পর্দায় এলেই দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেন তিনি। তার প্রেমে গলে যায় পাথর পর্যন্ত। কারণে কিং অফ রোমান্স বলা হয়ে তাকে। যদিও চেনা গণ্ডি ছাড়িয়ে মাঝে মাঝে ছক ভেঙ্গে দেখেছেন নিজেকে। কখনো ধূসর চরিত্রে কখনো ক্যামিও সব জায়গাতেই এক নম্বর তিনি। তবে শরীরচর্চার ক্ষেত্রে একেবারে পিছিয়ে তিনি।

সাতান্ন বছরে পা দিলেন গতকাল। তারপরেই উঠে এলো এক অজানা তথ্য। জানেন কি অতিমারির সময় সালমান খান এবং হৃত্বিক রোশনকে ডেকে পাঠিয়েছিলেন শরীরচর্চার টিপস নেওয়ার জন্য। জানতে চেয়েছিলেন কিভাবে বানাতে হয় সিক্স প্যাক। সম্প্রতি এক সাক্ষাৎকার বাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন,’ সকালে উঠে কিভাবে এটা করা হয়। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। তারপর ৪৫ মিনিট জিম করি। যেখানে কোন ট্রেনার থাকে না। আমি গুগল সার্চ করে কিছু এক্সারসাইজ খুঁজি। সেখানে দেখে সালমান খান, টাইগার শ্রফ ,হৃত্বিক রোশন কিছু কিছু টিপস দিয়েছে। ওগুলোই করার চেষ্টা করি’।

প্রতিবারের মতো এবারও তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। প্রত্যেকের সঙ্গে ছবি তুলে সেই সেলফি শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। একইসঙ্গে অনুরাগীদের ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। লিখেছেন,’ এই জনসমুদ্র দেখে আমি আপ্লুত। যে জনসমুদ্র আমার জন্মদিনের দিন হয় সেটা ভেবে আমি গর্বিত। আমি গর্বিত আমার অনুরাগীদের জন্য।

উল্লেখ্য জন্মদিনের তিনি মুক্তি পেয়েছে তার আগামী ছবি পাঠানের টিজার। একেবারে ছক ভাঙ্গা রূপে দেখা গিয়েছে তাকে। স্বাভাবিকভাবেই প্রথম সলোক সামনে আসতে মারাত্মক উত্তেজিত দর্শকরা। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

You may also like