মহানগর ডেস্ক : গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক ম্যাচের শেষে জয়ের পতাকা তুলল ভারত। প্রায় জিততে জিততেও হেরে গিয়েছে ভারতের কাছে পাকিস্তান। এছাড়া দেশজুড়ে পালন করা হচ্ছে দীপাবলি। আলোর রোশনাইতে যেন আরও কিছুটা আলো যোগ করল ভারতীয় ক্রিকেট দল। আসমুদ্রহিমাচল এদিন রোশনাইয়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরালেন। সোশ্যাল মিডিয়া জুড়ে দিন কেবল বিরাট কোহলির প্রশংসায় ছিল। পাকিস্তানি বোলারদের কাছে যখন প্রায় ধরাশায়ী ভারতীয় টিম তখন নিজের কাঁধে প্রায় যাবতীয় দায়িত্ব তুলে নিলেন তিনি। বুঝিয়ে দিলেন ,’ফর্ম ইস টেম্পুরারি বাট ক্লাস পার্মানেন্ট’।
সোশ্যাল মাধ্যমে একাধিক তারকার মতো এদিন কলকাতা নাইট রাইডার এর কর্ণধার শাহরুখ খান শুভেচ্ছায় ভরালেন ভারতীয় টিমকে। টানটান মত দেখার ম্যাচ আর তিনি দু-চার কথা না লিখলে চলে? অভিনেতা লিখেছেন,’ খুব ভালো লাগলো ক্রিকেটের একটা দারুন ম্যাচ দেখে। আমাদের জয় দেখে আনন্দে উচ্ছ্বসিত। বিরাট কোহলির ব্যাটিং, ওর হাসা, ওর কাঁদা সবকিছু দেখে অনুপ্রাণিত হলাম। ব্যাকগ্রাউন্ডে বাজছে চাক দে ইন্ডিয়া। দিওয়ালি তো এইসবে শুরু হয়েছে’।
So good to see a great game of cricket. So wonderful to see India win. So brilliant to see @imVkohli batting….and so inspiring to see him cry and smile….and the background score of Chak de India!! Happy Diwali starts right now!!!
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2022
শাহরুখের এই টুইট দেখে উচ্ছ্বসিত ভক্তরা। তারাও কিং খানের মতোই প্রার্থনা করেছেন বিরাট কোহলির মতো তাদের প্রিয় তারকা জানো দ্রুত ফিরে আসেন রুপালি পর্দায়। দীর্ঘ চার বছর রুপোলি পর্দা থেকে গায়েব শাহরুখ। জিরো ব্যর্থ হবার পরে মন ভেঙে গিয়েছিল তার। তবে ফের পাঠান নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী বছরে জানুয়ারি মাসে মুক্তি পাবে এই ছবি। পাঠান ছবিটা গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে। যেখানে তার সঙ্গে সঙ্গ দেবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।