Home Entertainment Shatarup Ghosh marriage ceremony: বিয়ের পিঁড়িতে শতরূপ, মন খারাপ ঊষসীর! কেন আক্ষেপের সুর টলি অভিনেত্রীর কণ্ঠে?

Shatarup Ghosh marriage ceremony: বিয়ের পিঁড়িতে শতরূপ, মন খারাপ ঊষসীর! কেন আক্ষেপের সুর টলি অভিনেত্রীর কণ্ঠে?

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ ও টলি অভিনেত্রী তথা সিপিআইএম কমরেড শ্যামল চক্রবর্তীর মেয়ে উষসী চক্রবর্তীর বন্ধুত্ব দীর্ঘদিনের। আর সেই বন্ধু শতরূপ ছাঁদনাতলায় বসেছেন আজ। বাংলার এই যুবনেতার দীর্ঘ দিনের বন্ধু টলিপাড়ার দাপুটে খলনায়িকা ঊষসী চক্রবর্তী। শনিবার থেকেই বিয়ের আমেজ ঘোষ পরিবারে। সেদিন লাল পাঞ্জাবিতে বোল্ড শতরূপের সঙ্গে লাল শাড়ী পড়া একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু আনন্দের মুহূর্তেও আক্ষেপ করেছেন ঊষসী।

শতরূপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউডের অন্দরের পরিচিত মুখ পহেলি। যিনি আবার ঊষসীর বন্ধু। তাই নিজেকে বরের ঘরে পিসি, কনের ঘরে মাসি বললেন অভিনেত্রী। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, খাতা কলমের বিয়েই হবে। কিন্তু এই বিয়ের দিনে আক্ষেপ পর্দার ‘জুন আন্টি’র কণ্ঠে। কিন্তু কেন? তাহলে কি কাছের বন্ধুর বিয়েতে তিনি খুশি নন? না আসলে ব্যাপারটা ওমন কিছুই নয়। কারণ এই বিয়ে নিয়ে বেশি উৎসাহী ছিলেন দু’জন মানুষ। প্রথম জন শতরূপের মা, দ্বিতীয় জন ঊষসীর বাবা তথা প্রয়াত বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তী। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আর তারা আজ আর ইয়লোকে নেই। আর এত আনন্দের মাঝে তাই শূন্যতার কথা প্রকাশ করেছেন ঊষসী।

ঊষসীকে শেষ বার দেখা গিয়েছে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। মাঝে অবশ্য ‘বামফ্রন্ট দকে নারীদের ভূমিকা’ এই বিষয়টির উপর পিএইচডির পড়াশোনা শেষ করে ফেলেছেন। ‘শ্রীময়ী’ শেষে আপাতত বিরতিতে রয়েছেন অভিনেত্রী। তবে আবারও কাজে ফিরতে চান তিনি। তাই নতুন কোন রূপে দেখা যাবে ঊষসীকে সেই অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর অনুরাগীরা।

You may also like