Home Featured Congress: ‘উনি মানুষ হিসেবে ভদ্র, কিন্তু…’, দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যে কলহ

Congress: ‘উনি মানুষ হিসেবে ভদ্র, কিন্তু…’, দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যে কলহ

by Anamika Nandi
Congress: 'উনি মানুষ হিসেবে ভদ্র, কিন্তু...', দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যে কলহ

মহানগর ডেস্ক: আর বেশি দিন বাকি নেই রাষ্ট্রপতি নির্বাচনের। এর মাঝে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে কংগ্রেস নেতার (Congress) বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। কংগ্রেস নেতা অজয় কুমার বলেছেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদিকে আদিবাসীদের প্রতীক হিসেবে দেখা ঠিক নয়। তিনি মানুষ হিসেবে ভদ্র, কিন্তু ভারতের শয়তানি দর্শনের প্রতিনিধি’।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘বিষয়টা দ্রৌপদী মুর্মুকে নিয়ে নয়। বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা খুবই ভালো। NDA প্রার্থী মুর্মুও একজন ভদ্র মানুষ। কিন্তু উনি ভারতের শয়তানি দর্শনকে প্রতিনিধিত্ব করছেন। আমরা রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দকে পেয়েছিলাম। তপশিলি জাতিদের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে’। প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেছেন, এই ধরণের কথা বলে দ্রৌপদী মুর্মুকে অসম্মান করা হচ্ছে।

নির্বাচনের আগেই গেরুয়া শিবির ধরে নিয়েছে, আদিবাসী নেত্রী মুর্মুই হতে চলেছেন দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। ২০১৫-২১ পর্যন্ত সেই দায়িত্বভার সামলেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি পদে তাঁর নির্বাচিত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এদিন কংগ্রেস নেতার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

You may also like