Home Featured Weird Scene: টানা বারোদিন একই ছন্দে বৃত্তাকারে ঘুরে চলেছে ভেড়ার দল, দৃশ্য দেখে তাজ্জব দুনিয়া!

Weird Scene: টানা বারোদিন একই ছন্দে বৃত্তাকারে ঘুরে চলেছে ভেড়ার দল, দৃশ্য দেখে তাজ্জব দুনিয়া!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: তাজ্জব দৃশ্য! (Weird Scene) যে দেখবেন, তাঁরা অবাক হবেনই। মনে প্রশ্ন উঠতে পারে একী রহস্যময় প্রকৃতির খেয়াল নাকি অন্য কিছু। তবে যাই বলুন, এই ঘটনার ব্যাখ্যা বুদ্ধিতে মেলে না। যতই যুক্তি দিয়ে তর্ক করুন, বিজ্ঞানকে টেনে আনুন। এই রহস্যের জাল ছেঁড়া মুশকিল। এমন দৃশ্য কেউ কোনওদিন দেখেছেন কিনা বলা মুশকিল। সম্ভবত দেখেননি। চিনের ইনার মঙ্গোলিয়া (Inner Mongolia) অঞ্চলে এই দৃশ্যটি দেখা গিয়েছে। বারো দিন ধরে বিশাল সংখ্যক ভেড়া চক্রাকারে ক্রমাগত (Sheep Were Circling) ঘুরে চলেছে। কয়েক ঘণ্টা হলে না হয় ঠিক আছে, তাই বলে টানা বারো দিন। যা দেখে যুক্তি বুদ্ধি তালগোল পাকিয়ে যেতে বাধ্য।

আর বিশাল ভেড়ার পাল ঘুরে চলেছে ঘড়ির কাঁটা অনুসরণ করে। মাঝেমাঝে কয়েকটি ভেড়াকে ওই চক্রের মাঝখানে দাঁড়িয়ে পড়তে দেখা গিয়েছে। অন্য ভেড়ারা তাদের বাইরে থেকে দেখে চলেছে। চিনের সরকারি দৈনিক পিপলস ডেলি এই আশ্চর্য দৃশ্যের ভিডিওটি টুইট করেছে। জানানো হয়েছে ভেড়াগুলি স্বাস্থ্যবান। তবে তাদের এই অদ্ভুত আচরণের কারণ বাস্তবিকই রহস্যময়। ষদিও কীকারণে বিশাল সংখ্যক ভেড়াগুলি একই ছন্দে এভাবে টানা বারোদিন ঘুরে চলেছে, সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ জানিয়েছেন এটা সম্ভবত লিস্টেরিওসিসের কারণে হয়েছে। যাকে সহজ কথায় সার্কেলিং ডিসিস বলা হয়ে থাকে। তাদের এই রহস্যময় একইভাবে চক্রাকারে ঘোরার দৃশ্য সিসিটিভিতে তোলা হয়েছে। যে দৃশ্য দেখে তাজ্জব হওয়া দর্শকদের মুখ থেকে কথা সরছে না।

You may also like