মহানগর ডেস্ক : বিগ বসে এসে নিজেকে পাঞ্জাবের ক্যাটরিনা বলেছিলেন শাহনাজ গিল। তারপর থেকে তিনি পাঞ্জাবের ক্যাটরিনা হয়েই রয়ে গিয়েছেন আমজনতার কাছে। তার মিষ্টি স্বভাবের কাছে তার অনুরাগী থেকে সমালোচক প্রত্যেকের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে সিদ্ধান্ত শুকলার মৃত্যুর পর নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন শাহনাজ। তবে ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন তিনি। সম্প্রতি বলিউডে ডেবিও করার জন্য প্রস্তুত শাহনাজ।
বিগবসে এসেই পাঞ্জাবের এই অভিনেত্রী জানিয়েছিলেন নিজের একটি টকশো করার ইচ্ছে রয়েছে তার। অবশেষে সত্যি হলো তার স্বপ্ন। দেশি ভাইবস এক টক শোয়ের সঞ্চালক শাহনাজ। যা ইতিমধ্যে মানুষের টকিং পয়েন্ট। এবার এখানেই হাজির হলেন আসল ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল। অর্থাৎ পাঞ্জাবির ক্যাটরিনার সঙ্গে এবার আড্ডা দিতে এলেন আসল ক্যাটরিনার স্বামী। সোশ্যাল মাধ্যমে সেই ছবি শেয়ারও করেন অভিনেত্রী শাহনাজ। সেই সঙ্গে লিখেছেন,’ দীর্ঘদিনের একটা ইচ্ছে পূরণ হল তোমার মতন একজন তারকার সঙ্গে দেখা করে। তোমাকে দেখে এমন একটা মনে হতো যেন তোমাকে অনেকদিন ধরে চিনি। ঠিক যেমন একটা পরিবারের মত। আর এটাই বোধহয় একজন তারকাকে বিখ্যাত বানায়’।
একই সঙ্গে তিনি লিখেছেন,’ আজকের অনুষ্ঠানে যেটা হলো সেটা আমি কোনদিন ভুলবো না। এটা শুধুমাত্র একটা চ্যাট শো নয়, যেন অনেক পুরনো এক বন্ধুর সাথে কথা হল। তোমার আরো উন্নতি হোক এই ছাড়া আমার আর কিছু বলার নেই। ভালো থাকো সুস্থ থাকো। তোমার আগামী ছবি সুপারহিট হোক’।
একেবারে পাঞ্জাবি ঘরানার এই টকশো ইতিমধ্যে বেশ হিট। গোবিন্দা নাম মেরা ছবির প্রচারে এসেছিলেন ভিকি। যেখানে একজন কোরিওগ্রাফারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ভিকি ছাড়াও এই ছবিতে রয়েছেন কিয়ারা আদবানী এবং ভূমি পেডনেকর। অন্যদিকে বলিউডে নিজের প্রথম ছবি নিয়ে আসতে চলেছেন শাহেনাজ। সালমান খানের বিপরীতে অভিনয় করবেন কিসি কা ভাই কিসি কা জান ছবিতে।