Home Featured SHILIGURI: শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানে গৌতম দেবকে দেখে জয় শ্রী রাম শ্লোগান বিজেপির

SHILIGURI: শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানে গৌতম দেবকে দেখে জয় শ্রী রাম শ্লোগান বিজেপির

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ ফের রাজ্য রাজনীতিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিতর্ক। এবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে মেয়র গৌতম দেব থাকাকালীন দেওয়া হল জয় শ্রী রাম শ্লোগান।

বৃহস্পতিবার শিলিগুড়িতে সড়ক নির্মাণ সরকারি শিলান্যাসের অনুষ্ঠানে মঞ্চে ছিলেন মেয়র গৌতম দেব। সেই সময় দর্শকাসন থেকে ধেয়ে আসে ওই শ্লোগান। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ছিলেন বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়করাও। সেখানেই মেয়র গৌতম দেব এবং এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়। বিজেপির কর্মী সমর্থকেরা মেয়রকে দেখেই শ্লোগান দিতে থাকেন।

অনুষ্ঠানের শেষে মেয়র গৌতম দেব এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গৌতম দেব জানান, কে, কী শ্লোগান দিচ্ছেন সেটা তাঁদের সংস্কৃতি। তবে মেয়র যখন শহরের প্রতিনিধিত্ব করছেন, তাঁর প্রতি সম্মান রাখাই উচিত বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি আরও দাবি করেন, এই ঘটনা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবেন ঠিকই।

এদিন গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চার লেনের রাস্তার দাবিতে কেন্দ্রকে অনেকবার চিঠি দিয়েছেন। সড়ক নির্মাণ হলে মানুষের সুবিধা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত ১২০৬ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গে নির্মিত হতে চলেছে তিনটি জাতীয় সড়ক। এই রাস্তা নির্মাণ হলে উত্তরবঙ্গে পর্যটন শিল্পে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

You may also like