মহানগর ডেস্ক : অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর ধারাবাহিক আয়োজন করেছিলেন বলিউড ওয়াইফদের জন্য কারবা চৌথের অনুষ্ঠান। নিলাম কোঠারি, মাহিব কাপুর ,ভাবনা পান্ডের সঙ্গে সেখানে দেখা গিয়েছে রবীনা ট্যান্ডন এবং শিল্পা শেঠিকেও। তবে তার মাঝেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন রাজ কুন্দ্রা।
এদিন মাস্ক নয়, কারবা চৌথের ছাকনিতে মুখ ঢেকে ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তার ছবি সামনে আসে। এবং তার পুরো কৃতিত্ব অনিল কাপুরের। আজ্ঞে হ্যাঁ, কারবা চৌথের সময় শিল্পা এবং রাজের সেই বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করেছেন অনিল কাপুর। লাল শাড়িতে দারুন লাগছিল শিল্পাকে। তবে শিল্পার মত রাজ এদিন উপস করেছিলেন স্ত্রীয়ের মঙ্গল কামনার্থে।
সেই ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন শিল্পা। সেইসঙ্গে লিখেছেন,’ আমার… এ জীবনের কারবা চৌথ’। তবে অনুষ্ঠান শেষে বলিউড ওয়াইফরা মিলে একটি ছবি ফ্রেম বন্দী করেছেন। যেখানে হাজির হয়েছেন প্রত্যেকে। এমনকি শিল্পা এবং রবিনাকে পাশাপাশি পাওয়া গিয়েছে সেই ছবিতে। সেইসঙ্গে বাকি স্ত্রীদের উদ্দেশ্যে লিখেছেন যাতে তারাও তাদের স্বামীর মঙ্গল কামনার্থে সুস্থভাবে কারবা চৌথ পালন করতে পারেন।