Home Featured Sharad Pawar: ‘৬ মাসের বেশি টিকবে না শিণ্ডে সরকার ‘, ভবিষ্যৎবাণী পাওয়ারের

Sharad Pawar: ‘৬ মাসের বেশি টিকবে না শিণ্ডে সরকার ‘, ভবিষ্যৎবাণী পাওয়ারের

by Anamika Nandi
Sharad Pawar: '৬ মাসের বেশি টিকবে না শিণ্ডে সরকার ', ভবিষ্যৎবাণী পাওয়ারের

মহানগর ডেস্ক: বিগত কয়েকদিনে ভোল পাল্টে গিয়েছে মারাঠা রাজনীতির। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন উদ্ধব ঠাকরে। নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। আজ আস্থা ভোটেও জয়ী হয়েছে শিণ্ডে শিবির। অবশেষে এনসিপি-কংগ্রেস ও ঠাকরে জোটকে পুরোপুরি হারাতে সক্ষম হয়েছে বিজেপি। তবে এরই মাঝে এক ভবিষ্যৎবাণী করলেন NCP সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar)। তাঁর বক্তব্য, ছ’মাসের বেশি টিকবে না শিণ্ডে সরকার।

সেইসঙ্গে তিনি বলেছেন, ছয় মাসের মধ্যেই মহারাষ্ট্রে ফের নির্বাচন হবে। যার জন্য বিধায়কদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন পাওয়ার। ঠাকরে সরকারে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন শরদ পাওয়ার। মহারাষ্ট্রে সরকার পরিবর্তনের পর দলের বিধায়কদের সঙ্গে রবিবার বৈঠকে বসেন তিনি। এনসিপির এক বিধায়ক বলেন শিণ্ডে সরকার খুব বেশিদিন নেই বলে বৈঠকে দাবি করেছেন পাওয়ার। ওই নেতার কথায়, NCP সুপ্রিমো বলেছেন, যেসকল বিধায়করা শিণ্ডে শিবিরে যোগ দিয়েছেন তাঁরা কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন উদ্ধব ঠাকরের কাছে। যার ফলে সেই মুহূর্তে সংখ্যালঘু হয়ে পড়বে শিণ্ডে সরকার এবং নতুন করে মহারাষ্ট্রে নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে।

আরও পড়ুন : ‘গ্রীন রুমে বসে হাউ হাউ করে কাঁদছিলাম’, মীর ক্লান্ত

এনসিপি নেতার বক্তব্য, শরদ পাওয়ার জানিয়েছেন যেভাবে সরকার গঠন হয়েছে তাতে খুশি নয় বিদ্রোহী বিধায়করা। তাই মন্ত্রীদের দফতর বন্টনের পরেই শিণ্ডে শিবিরে দেখা দেবে সমস্যা। তবে এই মুহূর্তে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন একনাথ শিণ্ডে। ১৬৪-৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে শিণ্ডে শিবির।

You may also like