Home Featured Gyanvapi Mosque: ‘জ্ঞানবাপীর শিবলিঙ্গ উপাসনার অনুমতি দিতে হবে’, সুপ্রিম কোর্টে গেল কৃষ্ণভক্ত দল

Gyanvapi Mosque: ‘জ্ঞানবাপীর শিবলিঙ্গ উপাসনার অনুমতি দিতে হবে’, সুপ্রিম কোর্টে গেল কৃষ্ণভক্ত দল

by Anamika Nandi
Gyanvapi Mosque: 'জ্ঞানবাপীর শিবলিঙ্গ উপাসনার অনুমতি দিতে হবে', সুপ্রিম কোর্টে গেল কৃষ্ণভক্ত দল

মহানগর ডেস্ক: সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদের (Gyanvapi Mosque) ভিডিওগ্রাফি করা হয়েছিল। তাতে মসজিদের ওজুখানা সংলগ্ন এলাকায় শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। যদিও সেই মূর্তিতে পুজো করার কোনও অনুমতি মেলেনি। এবার সেই অনুমতি চেয়েই সুপ্রিম কোর্টের (Supreme court) দারস্থ হয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি দল।

প্রসঙ্গে সংগঠনের প্রেসিডেন্ট জানিয়েছেন, যে জায়গায় শিবলিঙ্গটি রয়েছে সেখানে উপাসনা করার অনুমতি দিতে হবে। সংবিধানেই নিজের ধর্ম পালনের স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। প্রেসিডেন্টের বক্তব্য, শিবলিগ্ন সংলগ্ন জায়গায় নিয়মিত ওজু করছেন মুসলিমরা। যাতে ক্ষুব্ধ হবেন ভগবান। সেই সঙ্গে কষ্ট পাবেন ভক্তরাও। জানা গিয়েছে, শীর্ষ আদালতে আবেদনের পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির মামলার রায়ের কথাও টেনে আনা হয়েছে।

উল্লেখ্য, বাবরি মসজিদ ভাঙা মামলায় রায় দেওয়ার সময় আদালত জানিয়েছিল, একবার কোনও স্থানে মন্দির হয়ে গেলে সেই স্থানের পবিত্রতা নষ্ট করা যায় না। মন্দির ভেঙে গেলেও সেই জায়গার মর্যাদা চলে যায় না। এদিকে বহু ঐতিহাসিক নথিপত্রে লেখা শিব মন্দির ধ্বংস করেই তৈরি হয়েছে এই মসজিদ। যে কারণেই হদিশ মিলেছে শিবলিঙ্গের তাই যে স্থানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, সেখানে ভক্তদের উপাসনা করার অধিকার রয়েছে। স্থানীয় আদালতের নির্দেশে মসজিদের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। এদিন প্রথম সুপ্রিম কোর্টে পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছে এক সংগঠন।

You may also like