মহানগর ডেস্ক: বিজেপির কাছে এমএলসি ভোটে হারতেই ভাঙ্গনের মুখে শিবসেনা (Shivsena)। সূত্র অনুযায়ী, উদ্ধব ঠাকরে দলের শীর্ষ নেতা তথা মন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) গুজরাটের সুরাটের একটি হোটেলে প্রায় ১৯ জন বিধায়ককে নিয়ে উঠেছেন। কে এই একনাথ শিন্ডে? মহারাষ্ট্রের রাজনীতিতে যাকে নিয়ে এত হইচই, সে থানে অঞ্চলে সেনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেইসঙ্গে শিবসেনার গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনে দায়িত্ব পালন করেছেন তিনি।
সূত্র অনুযায়ী, সোমবার এমএলসি নির্বাচনের পর বিধায়কদের নিয়ে সন্ধ্যা সাতটার বিমানে সুরাটের একটি পাঁচতারা হোটেলে গিয়ে ওঠেন শিবসেনার এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আর এই ঘটনার পরই শিবসেনা সরকার ভাঙ্গনের আশঙ্কা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। যদিও এই খবরটি প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরেই সঞ্জয় রাউত বলেছেন, হদিশ পাওয়া গিয়েছে বিধায়কের। তাঁর দাবি, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো এখানেও চক্রান্ত করা হচ্ছে। উদ্ধব ঠাকরে সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তবে দলের নেতারা সকলে অনুগত। তাঁরা আনুগত্য বজায় রাখবে। ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা চাদরে ঢেকে গিয়েছে মহারাষ্ট্রের একাধিক এলাকা।
আরও পড়ুন, করোনায় আক্রান্ত অভিনেত্রী লারা দত্তের গাড়ি চালক, হোম আইসোলেশনে গেলেন পরিবারের প্রত্যেকে
একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে কল্যাণ লোকসভা থেকে সেনার সাংসদ। ২০১৪ সালে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। মহা বিকাশ আঘাদি সরকার গঠিত হলে, নগরোন্নয়ন-এর ক্যাবিনেট মন্ত্রী হন শিন্ডে। সম্প্রতি আদিত্য ঠাকরের সঙ্গে অযোধ্যা সফরে গিয়েছিলেন তিনি।
এদিকে এদিন তাঁর কাণ্ডে হইচই পড়ে গিয়েছে গোটা মহারাষ্ট্র জুড়ে। গতকাল এমএলসি নির্বাচনের ফলাফল প্রকাশিত হলে, জোর ধাক্কা খেয়েছে মহারাষ্ট্রের শাসক দল। ১০টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে বিজেপি। সূত্র অনুযায়ী, ছোট দলগুলির বিধায়ক ছাড়াও জোটের বেশ কয়েকজন বিধায়কের সমর্থন পেয়েছে পঞ্চম আসনে জয়ী বিজেপি প্রার্থী। এরপরই জানা গিয়েছে, অনুগামী বিধায়কদের নিয়ে সুরাটের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন উদ্ধব ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী।