Home Featured Shivsena: উদ্ধবেই আস্থা নেতাদের, ১৬ জন বিধায়ককে বরখাস্তের নোটিস 

Shivsena: উদ্ধবেই আস্থা নেতাদের, ১৬ জন বিধায়ককে বরখাস্তের নোটিস 

by Anamika Nandi
Shivsena: উদ্ধবেই আস্থা নেতাদের, ১৬ জন বিধায়ককে বরখাস্তের নোটিস 

মহানগর ডেস্ক: দলীয় বৈঠকে উদ্ধবকে (Uddhav Thackeray) পূর্ণ ক্ষমতা। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। ১৬ জন বিধায়ককে বরখাস্তের নোটিস ডেপুটি স্পিকারের। সোমবারের মধ্যে তাঁদের এই নোটিশের জবাব দিতে হবে। বিক্ষুব্ধ বিধায়কদের দেওয়া হবেনা কোনও গুরুত্ব। বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করে আর কোনও অনাচার নয়।

ঝড় বয়ে চলেছে মহারাষ্ট্রের রাজনীতিতে। নিজের দল রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এহেন পরিস্থিতিতে শনিবার দুপুরে বৈঠকে বসেছিল শিবসেনার। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ধবেই আস্থা রাখছে দলীয় নেতারা। সেইসঙ্গে অন্য কাউকে বালাসাহেবের নাম ব্যবহার করতে দেওয়া হবে না বলে, জানিয়েছেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন, সমর্থন চেয়ে মোদী,রাজনাথকে ফোন যশবন্তের, শুভেচ্ছা চাইলেন আদবানিরও

তুমুল টানাপোড়েন চলছে ঠাকরে ও শিন্ডে শিবিরের মধ্যে। সূত্র মারফত জানা গিয়েছে, বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে বিদ্রোহী গোষ্ঠীর নাম রাখতে পারেন ‘শিবসেনা বালাসাহেব’। আর সেই খবর প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র সরকারের মাথায় বাজ ভেঙে পড়েছে। পরিষ্কারভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, “অনেক লোক আমাকে কিছু বলতে বলেছেন এই বিষয়ে। বিদ্রোহী বিধায়ক যা করতে চান তাই করতে পারেন। তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তার জন্য বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করা যাবে না”। রেজিলিউশন অনুযায়ী, বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করে দল গঠন করা হলে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে শিবসেনা।

এদিকে বৈঠকে উদ্ধব সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়েছে দলের পক্ষ থেকে। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দল বালাসাহেবের এবং সেটাই থাকবে। মারাঠা মর্যাদাকে নিয়ে কোনও আপস চলবে না। প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, বিদ্রোহী বিধায়করা শিবসেনার নামে ভোট চাইতে পারবেন না। মহা বিকাশ আঘাদি ঐক্যবদ্ধ। ভোট চাইতে হলে নিজের বাবার নামে চান। এদিন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাউতের কথায় সমস্ত কিছু পরিষ্কারভাবে জানা যাবে সন্ধ্যার সময়। অন্যদিকে দীপক কেসারকর বলেছেন, আমাদের কাছে মাত্র দুটি বিকল্প রয়েছে। হয় এনসিপি নয় বিজেপি। তাঁর বক্তব্য, শিন্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, বিজেপির সঙ্গে যাবেন কিনা।

You may also like