মহানগর ডেস্ক : বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের। তারা নাকি আলাদা থাকছেন দুজনে। এই গুঞ্জনে যখন তোলপাড় সোশ্যাল মাধ্যম তখন হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে সানিয়া মির্জার জন্মদিনে একরাশ রোমান্টিক শুভেচ্ছা জানালেন সোয়েব মালিক। মঙ্গলবাড়ী ৩৬ বছরে পা রেখেছেন ভারতীয় এই টেনিস তারকা। এই বিশেষ দিনে মন ছুঁয়ে যাওয়া এক বার্তা দিয়েছেন শোয়েব।
ইনস্টাগ্রামে পাক ক্রিকেটারের এই বার্তা দেখে খুশি নেট নাগরিকরা। আশা করছেন তাদের মধ্যে ফের স্বাভাবিক সম্পর্ক হয়ে গিয়েছে। দিন কয়েক আগে শোনা গিয়েছিল ভাঙ্গন ধরেছে সানিয়া শোয়েবের সম্পর্কে। পাক অভিনেত্রী সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বিচ্ছেদ হয়েছে দুই তারকার মধ্যে। যদিও এ দুজনের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া জানা যায়নি। শোনা গিয়েছে ডিভোর্সের প্রক্রিয়া প্রায় শেষ। আপাতত দুজনেই আলাদা থাকছেন। পেশাদার মহলে কিছু কাজ থাকার কারণে ডিভোর্সের কথা প্রকাশ করছেন না তারা।
তবে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই একেবারে চুপ থেকেছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতবাহী পোস্ট দেখা গেলেও সরাসরি ভাবে এই বিষয় নিয়ে তারা কেউ মুখ খোলেননি। এর মাঝেই প্রকাশ্যে আসে তাদের চ্যাট শোয়ের খবর। পাকিস্তানের এক ওয়েব প্ল্যাটফর্মে দুজনে একসঙ্গে কাজ করেন। যা খুব তাড়াতাড়ি দেখা যাবে উর্দু ফ্লিক্স প্লাটফর্মে।
নতুন অনুষ্ঠানের ঘোষণার পরে সানিয়ার জন্মদিনে বিশেষ এই শুভেচ্ছা জানিয়েছেন। রোমান্টিক পোস্টে দুজনের পাকক্রিকেট তারকা লিখেছেন,’ সানিয়াকে জন্মদিনের প্রচুর শুভেচ্ছা জানাই। খুব সুখী থাকো তুমি। আজকের এই দিনটা খুব ভালোভাবে উপভোগ করো’। শুধু তাই নয় ঘড়িতে বারোটার কাটা বাজতেই প্রথম শুভেচ্ছা আসে শোয়েবের তরফ থেকে। যা দেখে বেশ উত্তেজিত দুই তারকার ভক্ত মহল। দুজনেই চাইছেন যাবতীয় জল্পনা বিচ্ছেদ করে সানিয়া শোয়েব ফির একসঙ্গে মিলে যাক।