মহানগর ডেস্ক: মঙ্গলবার জোকা ESI হাসপাতাল থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। যদিও সেই জুতো গায়ে লাগেনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। গাড়িতে লেগেই তা মাটিতে পরে যায়।
সূত্র অনুযায়ী, মহিলার নাম শুভ্রা ঘড়ুই। বাড়ি আমতলায়। কিন্তু হঠাৎ তিনি পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে জুতো ছুড়লেন কেন? প্রশ্নের জবাবে শুভ্রা দেবী জানিয়েছেন, “প্রচন্ড রাগ ছিল আমার তাঁর উপর। তাই জুতো দিয়ে মেরেছি। মালা দিয়ে বরণ করলে কি ভালো হতো?”
এদিন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে হাসপাতাল থেকে বের করা হচ্ছিল পার্থ বাবুকে। সেই সময় মেডিক্যাল চেকআপ করাতে এসেছিলেন ওই মহিলা। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখা মাত্রই নিজের পা থেকে দু’পাটি চটি খুলে ছুড়ে মারেন তাঁর দিকে। অবশ্য পার্থবাবুকে সেই সময় গাড়িতে তোলা হচ্ছিল। ওই মহিলার বক্তব্য, “সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে ওঁরা জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনেছেন। এসি গাড়ি করে হাসপাতালে আসছেন। সমস্যা আমাদের হচ্ছে। জুতোটা ওঁর টাকে লাগলে শান্তি পেতাম”।
জানা গিয়েছে, ওই মহিলার একটি মেয়ে রয়েছে। সে এখন উচ্চমাধ্যমিকের জন্য পড়াশুনা করছে। শুভ্রদেবীকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেছেন, ‘এটা তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওঁদের জন্য’। তাঁকে দেখলে বোঝা যায়, তিনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ মাত্র। কিন্তু কেন জুতো ছুড়েছেন তিনি? সাংবাদিকদের প্রশ্নে গর্জে উঠে মহিলা বলেন, গরীব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট করলে জুতো মারব না তো কি করব?