Home Featured Shraddha Walkar : মুসলিম সেজে নৃশংস খুনি আফতাবের অপরাধকে সমর্থন, যোগী রাজ্যে গ্রেফতার যুবক

Shraddha Walkar : মুসলিম সেজে নৃশংস খুনি আফতাবের অপরাধকে সমর্থন, যোগী রাজ্যে গ্রেফতার যুবক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ভারত তোলপাড় করা ছাব্বিশ বছরের লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walkar) খুন করে পঁয়ত্রিশ টুকরো করা আফতাব আমিন পুনাওয়ালার হয়ে সাফাই গেয়ে (Aaftab Amin Poolawala) গ্রেফতার হল এক যুবক। পুলিশ তার পরিচয় জানতে পেরেছে। ধৃতের নাম বিকাশ কুমার। বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকানদ্রাবাদে। দিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজেকে সে রশিদ খান বলে পরিচয় দেয়। তারপর নৃশংস খুনি আফতাবের পক্ষে সাফাই গেয়ে জানায় রাগের মাথায় আফতাব ওই কাজ করেছে। লিভ ইন পার্টনারকে খুন করে তাঁর দেহ পঁয়ত্রিশ টুকরো করেছে রাগের মাথাতেই। শ্রদ্ধাকে সে ছত্রিশ টুকরোও করতে পারতো। তাকে প্রশ্ন করা হয় যদি সে নিজে ওই কাজ করতো, তাহলে কী হতো। জবাবে সে জানায় মানুষ রাগের মাথাতে ওরকম কাজ করে ফেলে। ওটা বড় ব্যাপার নয়।

বুলন্দশহরের সিনিয়র এসপি শ্লোককুমার জানিয়েছেন ধৃত যুবকের নামে পুলিশের খাতায় অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বুলন্দশহর ও নয়দায় চুরি এবং বেআইনি অস্ত্র বহনের ঘটনায় মামলা করা হয়েছিল। এদিকে গ্রেফতারের পর বিকাশ জানায় সে ঘুণাক্ষরেও জানতো না বিষয়টি এরকম দাঁড়াবে। যদি বুঝতে পারতো,তাহলে সে এ কাজ করতো না। রীতিমতো আতঙ্কিত গলায় ধৃত বিকাশ জানায় হয় এখানে সে খুন হয়ে যাবে,নাহলে জেলে তাকে খুন করা হবে। সম্প্রতি মুম্বইয়ে বহুজাতিক সংস্থার কলসেন্টারে কর্মরতা শ্রদ্ধা ওয়াকার এবং আফতাব পুনাওয়ালা মে মাসে দিল্লিতে আসে। দিল্লিতে আসার চারদিন পর খরচ এবং সন্তান না হওয়া নিয়ে দুজনের মধ্যে প্রবল ঝগড়া বাধে। তারপর শ্রদ্ধার গলা টিপে তাকে খুন করে আফতাব। খুনের পর কাটা মুণ্ডু ও দেহ পঁয়ত্রিশ টুকরো করে ফ্রিজে রেখে দেয়। তারপর আঠেরো দিন ধরে মেহরলির জঙ্গলে এক একটি দেহের টুকরো পুঁতে দেয়। এই নৃশংস ঘটনায় সারা দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা যায়। তাকে ইতিমধ্যে নার্কো পরীক্ষা এবং লাই ডিটেক্টরে পরীক্ষা করা হয়। আরও তথ্য জানার জন্য তাকে এবার নার্কো পরীক্ষা করা হবে।

You may also like