Home Featured Shraddha Murder Case: একে একে উদ্ধার শ্রদ্ধার কবজি-ঊরুর হাড়! খণ্ড দেহাংশ জুড়ছে দিল্লি পুলিশ

Shraddha Murder Case: একে একে উদ্ধার শ্রদ্ধার কবজি-ঊরুর হাড়! খণ্ড দেহাংশ জুড়ছে দিল্লি পুলিশ

by Arpita Sardar

মহানগর ডেস্ক: প্রেমিকের হাত কেমন করে কচু কাটা করতে পারে ইতিমধ্যেই সেই ভয়ানক ঘটনার সাক্ষী গোটা দেশ। একদম ঠিক শ্রদ্ধা ওয়াকার খুন (Shraddha Walkar murder case) এর ঘটনা। প্রয়োজনীয় নথি কোনও ভাবে ছিঁড়ে গেলে যেমন আঠা দিয়ে জোড়া হয়। ঠিক তেমন ভাবেই ৩২ খানা টুকরো করা শ্রদ্ধার দেহাংশ উদ্ধার করে হাড় জুড়ছে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, আবারও মেহরৌলীর জঙ্গল (jungle) থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে তদন্তকারী দল। হাড়গুলিতে বড় কোনও ধারালো অস্ত্র এর কোপ দেখে সেগুলি শ্রদ্ধারই হাড় বলে তাঁদের অনুমান তবে এইব্যাপারে নিশ্চিত হতে ফরেন্সিক তদন্তের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সূত্রের খবর, শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় প্রতিদিনই একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের (Delhi police) হাতে। দ্রুত গতিতে তদন্তকারী অফিসাররা খুনের কিনারা করতে চাইছেন। এজন্য অনেক জায়গায় অফিসাররা শ্রদ্ধার লিভ-ইন পার্টনার আফতাবকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে, দিল্লি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে যে কোনও জায়গায় কোনও দেহাংশের খোঁজ মিললেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়ার কথা বলেছেন দিল্লি পুলিশ।

উল্লেখ্য কিছুদিন আগেই মেহরৌলীর জঙ্গলে দিল্লি পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে। পুনরায় ওই জঙ্গলে তল্লাশি চালাতে আবারও উদ্ধার হয় একটি বড় লম্বা হাড়। যেটি ঊরুর হাড় বলে অনুমান তদন্তকারী দলের। এরপর সেদিনই জঙ্গলের অন্য প্রান্তে তল্লাশি চালিয়ে পুলিশ তৃতীয়বারেও কিছু হাড়গোড় পায়। দিল্লি পুলিশ জানিয়েছে, এগুলির মধ্যে কনুই ও কবজির মধ্যবর্তী হাড় সহ হাঁটুর সংযোগস্থলের হাড় থাকতে পারে।

প্রসঙ্গত, পুলিশি জেরার মুখে পরে শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী আফতাব শিকার করেছে, শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে কেটে সেগুলো দিল্লির বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছিল। যার মধ্যে অন্যতম এই মেহরৌলীর জঙ্গলও। এরপরই এই আফতাবের স্বীকারোক্তির উপর ভিত্তি করেই দিল্লি সহ এই জঙ্গলে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। কখনও সঙ্গে নিয়ে যাচ্ছে আফতাবকেও। 

You may also like