Home Featured Sick Woman Beaten : মত্ত অবস্থায় ছত্তিশগড় সরকারি মেডিকেল হাসপাতালে অসুস্থ রোগিনীকে পেটালেন চিকিৎসক!

Sick Woman Beaten : মত্ত অবস্থায় ছত্তিশগড় সরকারি মেডিকেল হাসপাতালে অসুস্থ রোগিনীকে পেটালেন চিকিৎসক!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: মত্ত অবস্থায় চিকিৎসক (Intoxicated Doctor Beaten Seriously Ill woman Patient)গুরুতর এক রোগিনীকে মারধর করলেন ছত্তিশগড়ের (Chattishgarh) কোরবা জেলার এক মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে শো কজ নোটিস ইস্যু করেছে। নিগৃহীতা রোগিনীর ছেলে গেরওনানি গ্রামের বাসিন্দা শ্যামকুমার জানিয়েছেন রাতে তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি একশো আট ও একশো বারো নম্বরে সাহায্যের জন্য ফোন করেন। তারা জানায় তাদের আসতে সময় লাগবে।

মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় অটো রিকশয় করে হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। তাঁর অভিযোগ, গুরুতর অসুস্থ মাকে চিকিৎসা চলাকালীন মারধর করেন অভিযুক্ত চিকিৎসক। প্রতিবাদ জানালে তাঁকে শান্ত হতে বলেন। ভিডিওয় ঘটনাটি ভাইরাল হওয়ার পর শোরগোল শুরু হয়। মেডিকেল কলেজের ডিন জানান বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযুক্ত চিকিৎসককে শোকজ নোটিস জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে উল্টোটাও প্রায়ই ঘটে দেখা দেয়। মুম্বইয়ের প্যারেলে বিএমসি পরিচালতি হাসপাতালে এক আঠেরো বছরের রোগিনীর মৃত্যুর পর এক মহিলা চিকিৎসকে মারধর করে মৃতার আত্মীয়রা। প্রায় তিরিশ জন লোক আইসিইউয়ে ঢুকে দাবি জানায় রোগী মারা যায়নি। এই ঘটনায় হাসপাতালের কর্মী-সহ মহিলা চিকিৎসকে হুমকি দেয়, হেনস্থা করে। ভিডিওয় দেখা যায় এক ক্ষুব্ধ আত্মীয় মহিলা চিকিৎসকে হেনস্থার পাশাপাশি ফের ভেন্টিলেটর চালু করতে বলে। এরপর পুলিশ ও সিনিয়র চিকিৎসকরা এসে পরিস্থিতি শান্ত করেন।

You may also like