মহানগর ডেস্ক : উঠতি তারকাদের মধ্যে সিদ্ধান্ত চতুর্বেদী অন্যতম। গালি বয় ছবিতে তার ক্ষণিকের উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। তারপর সেভাবে পর্দায় তাকে দেখা যায়নি। এরপর বড় ব্রেক পান দীপিকার গহরাইয়া ছবিতে। রণবীর ঘরনীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ব্যাস তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মুক্তির অপেক্ষায় তার আরেক ছবি ফোন ভুত।
তবে সম্প্রতি তাকে ঘিরে বলিউঠে উঠেছে জোর গুঞ্জন। সূত্রের খবর বলছে অমিতাভ নাতনি নব্বা নভেলির সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও এ ব্যাপারে কোনরকম মুখ খুলতে নারাজ কেউ। তবে ফোনভুত ছবির প্রচারে এসে এমন প্রশ্নের মুখোমুখি হতেই অভিনেতা জানিয়ে দিলেন সাফকথা। নব্বার নাম না নিয়ে বললেন,’ আমি কারো সঙ্গে প্রেম করছি। কাউকে দেখছি। যদি এটা সত্যি হতো তাহলে কতই না ভালো হতো’।
এর আগে কফি উইথ করণে এসেছিলেন ঈশান খাট্টার এবং সিদ্ধান্ত চতুর্বেদী। সেখানেও সঞ্চালক থেকে এমন প্রশ্ন করলে জানেন আপাতত কাজকেই ভালোবাসছেন তিনি। তার সঙ্গে ডেট করছেন।