Home Entertainment Sidharth Malhotra : সিদ্ধার্থ-কিয়ারা থেকে অর্জুন-মালাইকা ২০২৩-এ কে কে বসছেন ছাদনা তলায়?

Sidharth Malhotra : সিদ্ধার্থ-কিয়ারা থেকে অর্জুন-মালাইকা ২০২৩-এ কে কে বসছেন ছাদনা তলায়?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। গত বছর ডিসেম্বর এই ছাদনা তলায় বসেছিলেন ক্যাটরিনা বিকি। একেবারে সবাইকে চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই দুই তারকা। বছর ঘুরতে না ঘুরতে এপ্রিল মাসে ফের বিয়ের পিঁড়িতে বসে পড়লেন রণবীর কাপুর-আলিয়া। অনেকটা সবাইকে অবাক করে দিয়েই। প্রথমে যদিও কেউ ভেবেছিলেন আগাম ছবি ব্রম্ভাস্ত্রের প্রচারের জন্য এত কিছু কারসাজি। তবে যত দিন যেতে লাগলো লোকের জল্পনা ভাঙতে লাগলো। তবে এখানেই শেষ নয় শোনা যাচ্ছে বিয়ের সানাই এখনো বাজছে বলিউডে। আগামী বছরে নাকি ফের দুটি উইকেট পড়তে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী শেরশাহ জুটি নাকি আর দেরি করতে নারাজ। নতুন বছরের প্রথম মাসেই নাকি ছাদনা তলায় বসতে চলেছেন তারা। যদিও এপ্রিল মাসের আরেকটি দিন বেছে রেখেছেন। মোট কথা নতুন বছরে চন্ডিগড়ে বসছে তাদের বিয়ের আসর। তবে এখনো দুই পরিবারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

অন্যদিকে নতুন বছরে সংসার পাততে চলেছেন কে এল রাহুল এবং আতিয়া শেট্টি। ক্রিকেটের সঙ্গে বিনোদন দুনিয়া সম্পর্ক নতুন কিছু নয়। ২০১৯ সাল থেকে একে অপরের সম্পর্কে রয়েছেন তারা। এবার সেই সম্পর্কের পরিণতি দিতে বছরের প্রথম মাস বেছে নিয়েছেন এই তারকা জুটি।

নতুন বছরে বিয়ের তালিকায় জল জল করছে আরও একটি জুটির নাম। রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। প্রায় দু’বছর একে অপরকে ডেট করার পর অবশেষে নিজেদের নতুন চ্যাপ্টার নির্দেশ আগ্রহী এই তারকা জুটি। তাই নতুন বছরে তাদেরও বিয়ের সানাই বাজবে এমন সূত্রের তরফে।

বি টাউন কাপলদের মধ্যে ছাদনা তলায় বসার গুঞ্জন শোনা যাচ্ছে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাও। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুকে থাকলেও এই জুটির বন্ডিং বেশ শক্ত।

You may also like