মহানগর ডেস্ক : তিনি যখন মাঠে নামেন তখন দর্শকদের মধ্যে উন্মাদনার মাত্রায় আলাদা থাকে। বাঁহাতি এই ব্যাটসম্যান যখন ঘুরিয়ে ছয়-চার মারেন তখন তো কথাই নেই। তবে এবার বিনোদন জগতেও ছক্কা হাঁকাতে নেবে পরলেন শিখর ধাওয়ান। এল ডবল এক্সেল ছবির নতুন ঝলক। সেখানেই দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার হাতে হাত রেখে নাচছেন হুমা কুরেশির সঙ্গে।
প্রথমে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। ভাবলেন ক্রিকেট ছেড়ে কি তবে বিদায় নিলেন তিনি। আজ্ঞে না। এটা তার আরেকটি কারিশ্মা।
দুজন স্থূলকায় নারীর জীবন সফর নিয়ে গল্প ডবল এক্সেল। মিরাটের ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদীর ভূমিকায় দেখা যাবে হুমা কুরেশিকে। দিল্লির পোশাকশিল্পে সায়রা খান্নার ভূমিকায় অভিনয় করবেন সোনাক্ষি সিনহা। তারাই সমাজের সৌন্দর্যের মাপকাঠি ঠিক করবেন। আগাম ৪ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই কমেডি ছবি।
সেখানেই কয়েক ঝলকের উপস্থিতিতে নজর কাড়বে শিখর। তবে ক্রিকেটার জানিয়েছেন, চিত্রনাট্য শুনেই তার এত ভাল লেগেছিল যে রাজি হয়ে গিয়েছিলেন। জাতীয় দলে খেলার পাশাপাশি সিনেমা দেখাই তার অবসর যাপনের প্রিয় অভ্যেস। তবে এই ছবি এক অসাধারণ সামাজিক বার্তা দিচ্ছে। যে কারণে এক বাক্যে ছবিতে কাজ করতে রাজি হয়ে গিয়েছেন শিখর।