Home Featured Single Use Plastic: আগামী মাস থেকে বন্ধ সিঙ্গল ইউজ প্লাস্টিক তৈরি, নয়া পদক্ষেপ কেন্দ্রের

Single Use Plastic: আগামী মাস থেকে বন্ধ সিঙ্গল ইউজ প্লাস্টিক তৈরি, নয়া পদক্ষেপ কেন্দ্রের

by Anamika Nandi
Single Use Plastic: আগামী মাস থেকে বন্ধ সিঙ্গল ইউজ প্লাস্টিক তৈরি, নয়া পদক্ষেপ কেন্দ্রের

মহানগর ডেস্ক: দেশের দায়িত্বভার কাঁধে নেওয়ার পরই ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মাঝেমধ্যে তাঁকেই দেশের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দেখা গিয়েছে। এবার পরিবেশকে স্বচ্ছ করে তুলতে ২৮ জুন প্লাস্টিক (Plastic) ব্যবহারে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

প্লাস্টিকের কাটলারি, স্ট্র এবং প্লাস্টিকের স্টিক সহ ব্যবহার করা যাবে না বাচ্চাদের পছন্দের জিনিস বেলুন। এমনকি এগুলি প্রস্তুতকারক সমিতিগুলিকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ‌কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন যে, নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি গত বছরের আগস্টে জারি করা হয়েছিল এবং প্রস্তুতকারকদের এর বিকল্প প্রস্তুত করার জন্য এক বছর সময় দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : সঙ্গীকে জড়িয়ে ধরলেই কমবে মানসিক চাপ,বলছে গবেষকরা

মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে। জুলাই থেকে রাজ্যের প্রতিটি জেলায় প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানিয়েছে, হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে বাজারহাট সহ সমস্ত জায়গায় প্লাস্টিক ব্যবহার নিয়ে নজরদারি চালানো হবে। সিঙ্গেল হাউজ প্লাস্টিক তৈরি করা, রপ্তানি করা, সরবরাহ করা বা বিক্রি করা সমস্ত কিছুই বন্ধ থাকবে আগামী মাসের ১ তারিখ থেকে।

জানা গিয়েছে, এই প্লাস্টিকের গুণগত মান খুবই কম। যার দরুন এর আবর্জনা হয়ে ওঠার ক্ষমতা বেশি। তাই এই ধরনের প্লাস্টিককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। প্রসঙ্গত, এই ধরনের প্লাস্টিক একবার ব্যবহার করেই ফেলে দেওয়া যায়। এর দ্বারা পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে, বিশ্ব পরিবেশের ক্ষেত্রে ত্রাস তৈরি করতে পারে এটি। ফলে দূষণ থেকে রক্ষা করতে এবার ১ জুলাই থেকে নয়া পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র।

You may also like