মহানগর ডেস্ক: মর্মান্তিক! এক হাতুড়ে মহিলা চিকিৎসকের দেওয়া ইঞ্জেকশনে মৃত্যু হল এক ছ বছরের বালকের (Six Year Old Boy Died)। ঘটনাটি ঘটেছে তামিলনাডুর বিরুধুনগরে। এই ঘটনায় অভিযুক্ত মহিলা হাতুড়েকে পুলিশ গ্রেফতার করেছে (Police Arrested Quak Doctor)। দিন কয়েক আগে কাভি দেবনাথান নামে ওই ছ বছরের বালকটি অসুস্থ হয়ে পড়ে। তাকে ওই মহিলা হাতুড়ে চিকিৎসক ক্যাথিরিনের চেম্বারে নিয়ে যান বালকের বাবা। তাকে দেখে ইঞ্জেকশন দেন ক্যাথিরিন। শিশুকে বাড়ি নিয়ে আসার সময় বালকের পা দরদর করে ঘামতে থাকে। প্রচণ্ড হতে শুরু করে। এরপরই ছেলেকে নিয়ে মহেশ্বরণ তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর ছেলেকে বারবার বলার পর প্যারাসিটামল ইঞ্জেকশন দেন।
কিন্তু বাড়ি ফেরার পথে সংজ্ঞাহীন হয়ে পড়ে বালকটি। তারপরই তাকে রাজাপালায়ম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মহেশ্বরণ ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্বাস্থ্য দফতরের অফিসার ও পুলিশ। তারা ক্যাথিরিনের চেম্বারে গিয়ে অবাক হয়ে যায়। জানা যায় ক্যাথিরিন স্বীকৃত চিকিৎসকই নন। তিনি ক্লিনিক খুলে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁর চেম্বার থেকে প্রচুর ওষুধ ও ইঞ্জেকশন আটক করে। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে ওই হাতুড়ে মহিলা চিকিৎসক বালকের পায়ের যেখানে ইঞ্জেকশন দিয়েছিলেন, সেই জায়গাটি বিষিয়ে যায়। তারপর নানা সমস্যা দেখা দেয়। প্রমাণ পাওয়ার পরেই ক্যাথিরিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আরও তথ্য পেতে তদন্ত চালানো হচ্ছে।
.