Home Featured Electric Car: টাটা ন্যানোর থেকেও ছোট গাড়ি আসছে মার্কেটে! এক চার্জেই দৌড়বে ২০০ কিমি

Electric Car: টাটা ন্যানোর থেকেও ছোট গাড়ি আসছে মার্কেটে! এক চার্জেই দৌড়বে ২০০ কিমি

by Arpita Sardar

মহানগর ডেস্ক: বিশ্বের কাছে একসময় ছোট গাড়ি হিসাবে টাটার ন্যানো গাড়ি তাক লাগিয়ে দিয়েছিল। স্বল্প পয়সায় নতুন চার চাকা গাড়ি চড়ার স্বাদ পূরণ করে মার্কেট কাঁপায় এই গাড়ি। তাই কয়েকদিন আগেই টাটা (Tata Group) কোম্পানি ঘোষণা করে যে, মার্কেটে নবরূপে ইলেক্ট্রিক ভার্সনে কামব্যাক করছে টাটা ন্যানো (Tata Nano) গাড়িটি। দেশের মানুষের গাড়ির স্বপ্ন পূরণের জন্য টাটা এই ছোট আকারের গাড়িটি নিয়ে উৎসাহ রয়েছে। কিন্তু তারই মধ্যে ন্যানোর চেয়েও ছোট আকারের গাড়ি লঞ্চ করে তাক লাগিয়েছে চিন।

সারাবিশ্বেই পরিবেশের কথা মাথায় রেখে বিদ্যুতিক গাড়ির (Electric Vehicle) চল বাড়ছে। সব নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব কোম্পানি নিত্য নতুন ইলেকট্রনিক বাস থেকে গাড়ি লঞ্চ করে নিজেদের জায়গা করে নিতে চাইছে। যদিও বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি বাজার দখল করেছে। এসময় চিনে এমন এক গাড়ি লঞ্চ হয়েছে যা আকারে টাটা ন্যানোর থেকেও ছোট। শীঘ্রই বাজারে আসবে সেই গাড়িটি। ন্যানোর মতোই দেখতে হলেও গাড়িটি এর থেকে ছোট। নাম জিলি পান্ডা। চিনা কোম্পানি জিলি দ্বারা ডিজাইন করা এই গাড়িটি লঞ্চের আগেই নেট মাধ্যমে ছড়াছড়ি হয়ে গেছে তার ছবি। যদিও গাড়ির লুক ছাড়া খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে কোম্পানির তরফে কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফিচার অনুযায়ী গাড়িটির দৈর্ঘ্য ১২০.৬ ইঞ্চি, উচ্চতা ৭৯.৩ ইঞ্চি। গাড়ির মোটরটি 30 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। রয়েছে ৭৯.৩ ইঞ্চির হুইলবেস। গতির বিভিন্নতায় ২০০-৩০০ কিমি অবধি হতে পারে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গাড়িটির দাম হতে পারে কয়েক লক্ষ টাকা। যদিও নির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি কোম্পানির তরফে। তবে শীঘ্রই বাজারে আসবে এই গাড়ি, আর প্রকাশ হলেই জানা যাবে গাড়িটির দাম।

You may also like