Home Featured Smoke in SpiceJet Cabin-Cockpit: মাঝ আকাশে বিমানে ধোঁয়া! আতঙ্কিত স্পাইসজেটের বিমানযাত্রীরা

Smoke in SpiceJet Cabin-Cockpit: মাঝ আকাশে বিমানে ধোঁয়া! আতঙ্কিত স্পাইসজেটের বিমানযাত্রীরা

by Arpita Sardar

মহানগর ডেস্ক: হঠাৎই মাঝ আকাশে স্পাইসজেটের যাত্রীবাহী বিমানে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বুধবার গোয়া হায়দ্রাবাদগামী একটি বিমানের কেবিনে আগুন লক্ষ্য করা যায়। তবে কারও ক্ষতি হয়নি। তৎক্ষণাৎ বিমানটি নিরাপদে অবতরণের চেষ্টা করেন পাইলট। শেষমেষ স্বাভাবিক অবতরণ সম্ভব হয়। জানা গিয়েছে, এসটিকিউ৪০০ (STQ-400) বিমানের উড়ান সংখ্যা এসজি ৩৭৩৫-র কেবিনের পাশাপাশি বিমানের ককপিটেও ধোঁয়া লক্ষ্য করা গিয়েছিল।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির অবতরণের সময় সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে প্রোটোকল মানা হয়। সেই কর্মকর্তা বলেন,‘এয়ারলাইন পাইলট স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণ করতে গ্রাউন্ড স্টাফদের সাথেও যোগাযোগ করেন।’ তবে ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ায়, তাদের মধ্যে একজন মহিলা অসুস্থ হয়ে যান। কিন্তু হাসপাতালে কাউকে ভর্তি করতে হয়নি বলে দাবি ওই বিমান সংস্থার।

উল্লেখ্য, এর আগে একের পর এক বিপত্তির কারণে স্পাইসজেটকে নোটিশ ধরে ডিজিসিএ। সেই অনুযায়ী স্পাইসজেটের সূচিতে ৫০ শতাংশ বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল জুন মাসে। কারণ এই নোটিশ পাঠানোর আগের প্রায় ১৭ দিনে আটবার বিপত্তির মুখে পড়ে স্পাইসজেটের একাধিক বিমান। পরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বরেই শেষ হয় সেই সময়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন সূত্রে খবর, আগামী ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত সর্বাধিক ৫০ শতাংশ বিমান ওড়াতে পারবে স্পাইসজেট। তারমধ্যে ডিজিসিএ-এর কাছে স্পাইসজেটকে প্রমাণ দিতে হত যে তারা কোন বাঁধা বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে উড়ান পরিচালনা করতে সক্ষম। কিন্তু এরই মাঝে ঘটা এই বিপত্তি সনস্থার দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

You may also like