Home Featured Smriti Irani: ‘স্মৃতি-কন্যার বার সংক্রান্ত টুইট মুছে ফেলতে হবে ‘, নির্দেশ দিল্লি হাইকোর্টের

Smriti Irani: ‘স্মৃতি-কন্যার বার সংক্রান্ত টুইট মুছে ফেলতে হবে ‘, নির্দেশ দিল্লি হাইকোর্টের

by Anamika Nandi
Smriti Irani: 'স্মৃতি-কন্যার বার সংক্রান্ত টুইট মুছে ফেলতে হবে ', নির্দেশ দিল্লি হাইকোর্টের

মহানগর ডেস্ক: স্মৃতি ইরানির (Smriti Irani) মেয়ের বেআইনি পানশালা নিয়ে সমস্ত টুইট মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। শুক্রবার আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের বিরুদ্ধে যা কিছু কংগ্রেস নেতারা লিখেছেন তা, অতি অবশ্যই মুছে ফেলতে হবে। পাশাপাশি নোটিস দেওয়া হয়েছে তিন কংগ্রেস নেতাকে।

সম্প্রতি মৃত ব্যক্তির নামে বার লাইসেন্স ইস্যু করার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীর কন্যার বিরুদ্ধে। তার প্রতিবাদে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন মোদির মন্ত্রিসভার অন্যতম সদস্য স্মৃতি ইরানি। তার শুনানিতেই শুক্রবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, “অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তিন কংগ্রেস নেতার উপরে। বেআইনি বার নিয়ে যা টুইট করেছেন জয়রাম রমেশ, পবন খেরা এবং নেট্টা ডি’সুজা, সেগুলি মুছে ফেলতে হবে”।

এদিন আদালতের আদেশের পরই জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, ‘এই মামলার উত্তর দেওয়ার জন্য আদালতের তরফ থেকে নোটিস এসেছে। আমরাও আদালতের কাছে নিজেদের বক্তব্য জানাব। স্মৃতি ইরানিজি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেগুলি মিথ্যা প্রমাণ করব’। উল্লেখ্য, দিন দুই আগেই নোটিস গিয়েছিল নেতাদের কাছে। সেখানে বলা হয়েছিল, স্মৃতি-কন্যার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করায় নিঃশর্তে ক্ষমা চাইতে হবে গ্র্যান্ড ওল্ড পার্টির নেতাদের।

সেই সঙ্গে নোটিসে বলা হয়, জইশ ইরানি কোনও বার চালান না। যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। এরপর এদিন আদালতের পক্ষ থেকে ইরানি কন্যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় করা টুইট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like