মহানগর ডেস্ক: ব্যাগ কেন এত ভারী লাগছে। বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ পরীক্ষা করতে গিয়ে অভিভাসন অফিসারদের কীরকম যেন সন্দেহ হয়েছিল। বছর ছাব্বিশের যুবকটির হাতের ব্যাগ নেওয়ার পর তাঁরা যা জানতে পারলেন, তাতে তাঁদের চোখ সত্যিই ছানাবড়া। কারণ ব্যাগ খুলতেই বেরিয়ে এল ভেজা সপসপে কয়েকটা তোয়ালে। আর তোয়ালে পরীক্ষা করে সেটা নিংড়ে নিতেই মিলল তরল সোনা (Smuggled gold by dipping bath towels)। তারপরই গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম এরশাদ। বাড়ি ত্রিশূরে। দুবাই (Dubai) হয়ে কোচি থেকে দিল্লি বিমানবন্দরে নামার পরেই তাকে পাকড়াও করা হয়।
শুল্ক বিভাগের আধিকারিকরা জানান এই প্রথম এভাবে সোনা পাচার করা হয়েছে। ধৃত যুবক তরল সোনায় তোয়ালেগুলি (Bath Towels In Liquid Gold) ডুবিয়ে ভালোভাবে প্যাক করেছিল। কিন্তু পরীক্ষা করার সময় তার কীর্তি ধরা পড়ে। তবে কত পরিমাণ সোনা পাচার করা হচ্ছিল তা জানতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছেন শুল্ক অফিসাররা। তাঁরা জানান তরল সোনায় চোবানো তোয়ালেগুলি থেকে সোনা বের করা খুবই জটিল পদ্ধতি। কোন পদ্ধতিতে সোনা বের করা হয়, তা নিরাপত্তার কারণে বলা যাবে না। অফিসাররা জানান ওই যুবক স্নান করার তোয়ালেগুলি তরল সোনায় চুবিয়ে নেয়। তারপর সেগুলি অত্যন্ত যত্নে প্যাক করে। তারপর ব্যাগে পুরে নেয়। যখন তাকে ভেজা তোয়ালের কথা জিজ্ঞেস করা হয়, তখন সে জানায় তাড়াহুড়োয় বিমান ধরতে বিমানবন্দরে আসার জন্য ভেজা তোয়ালেগুলি নিয়ে আসতে হয়েছে। তবে তার কথা মানতে পারেননি শুল্ক অফিসাররা। তারা খোঁজ করে মোট পাঁচটি তোয়ালে বের করেন। সবগুলিই তরল সোনায় ডোবানো ছিল।