মহানগর ডেস্ক: চোরাচালানের নানা ফন্দি আঁটার নানা অদ্ভুত ঘটনা আমাদের নজরে এসেছে। সারা পৃথিবীতে বিভিন্ন উদ্ভাবনী পন্থায় চালানের ঘটনা চমকে দিয়েছে সবাইকে। এবার বিমানে কাঁচা মাংসের ভেতরে বন্দুক লুকিয়ে নিয়ে যেতে গিয়ে (Smuggling Of fire Arms) আমেরিকার (US Airport) বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রিশনের লোকজনের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। অদ্ভুত ও আজব উপায়ে বন্দুক-পাচারের ঘটনা ঘটেছে আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডেরেবল-হলিউড বিমানবন্দরে। সেখানে বিমানে ওঠার আগে তার কীর্তি ধরে ফেলে বিমানবন্দরের প্রশাসনিক অফিসাররা। তবে বিমানটিতে কার্তুজ ভরা ছিল কিনা, তা জানা যায়নি।
টুইটারে কাঁচা মুর্গির মাংসের মধ্যে বন্দুক পাচারের ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে পাতলা প্লাস্টিকের মোড়া রয়েছে বন্দুকটি। আরেকটি ছবিতে দেখা গিয়েছে একজন এয়ারপোর্ট অফিসার মুর্গির প্যাকেট খুলে বন্দুকটি বের করছেন। টুইটারে আরও লেখা হয়েছে কাঁচা মাংস ঘাঁটাঘাঁটি তাঁরা মোটেই পছন্দ করেন না। তবে কাঁচা মাংসে বন্দুক খুঁজে বের করা সময়ের অপচয় বলেই মনে করেন। কিন্তু বন্দুক পাচারের বিষয়টি বুঝতে পারায় তাঁদের এ কাজ করতে হয়েছে। তবে বিমানযাত্রীর পরিচয় জানানো হয়নি। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা-ও জানানো হয়নি। বিবিসি জানিয়েছে বিমানে বন্দুক নিয়ে যাওয়া আমেরিকায় নিষিদ্ধ নয়। তবে ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার পরই তা কার্তুজ ছাড়াই ব্যাগেজে নিয়ে যেতে পারে। এবং তা তালাবন্দি কনটেনারে নিয়ে যেতে পারেন। তবে অভিনব পন্থায় বন্দুক পাচারের ঘটনা টুইটারে পোস্ট হওয়ার ঘিরে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে।