মহানগর ডেস্ক: পুষ্পবৃষ্টি, তাঁর নামে জয়ধ্বনির পাশাপাশি বিতরণ করা হল মিষ্টি। মহিলা নিগ্রহকারী নেতাকে (Jailed For Woman Abusing) জেল থেকে মুক্তির পর এমনভাবেই দেওয়া হল বীরের সংবর্ধনা। শ্রীকান্ত ত্যাগী নামে বিজেপির নেতা বলে দাবি করা (So called BJP Leader Released ) ওই ব্যক্তিকে ফুলের মালা ও মিষ্টি বিতরণ করে স্বাগত জানাল তাঁর সমর্থকরা (Greeted By His Supporters) । পুষ্পবৃষ্টির পাশাপাশি স্লোগান দেওয়া হল শ্রীকান্ত ভাইয়া জিন্দাবাদ।
বাড়ি ফিরে ত্যাগী জানান তাঁর বিরুদ্ধে গ্যাংস্টারের অভিযোগ পুরোপুরি বানানো। তাঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে। জানান, তাঁদের এক বোনকে এই ষড়যন্ত্র করার জন্য এগিয়ে দেওয়া হয়েছিল। তাঁকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য ঝামেলায় জড়িয়ে তার ছবি তোলা হয়েছিল। জেলে থাকার সময় তাঁকে সমর্থন করায় ত্যাগী সম্প্রদায় ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ওই তথাকথিত জেলফেরত নেতা। তাঁর অভিযোগ ত্যাগী সম্প্রদায়কে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। তদন্ত এক তরফা করা হয়েছিল বলেও অভিযো করেন ত্যাগী। তিনি আবার রাজনীতিতে সক্রিয় অংশ নেবেন কিনা, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে জেলফেরত নেতার পাল্টা প্রশ্ন, কেন নয়। তিনি একজন রাজনৈতিক নেতা, এছাড়া আর কি তিনি করতে পারেন। জানান তিনি তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করবেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে তাঁদের সঙ্গে কথা বলবেন।
বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেয় এলাহাবাদ হাইকোর্ট। গত আগস্ট মাসে নয়ডার গ্র্যান্ড ওমেক্স সোসাইটিতে এক মহিলাকে নিগ্রহ করার ভিডিও পোস্ট হওয়ার পর তাঁকে মিরাট থেকে পুলিশ গ্রেফতার করে। ওই মহিলাকে অশ্লীল গালিগালাজের পাশাপাশি তাঁকে হেনস্থাও করা হয়। ওই মহিলা সোসাইটির কিছু অংশ অবৈধভাবে দখলদারির অভিযোগ করার পর তাঁকে নিগ্রহ করেন ত্যাগী। তাঁর বিরুদ্ধে গ্যাংস্টারের অভিযোগ আনা হয়, যাতে আপত্তি জানায় ত্যাগী সম্প্রদায়। মুক্তি পাওয়া শ্রীকান্ত ত্যাগী দাবি করেছিলেন তিনি বিজেপির কৃষক মোর্চার সদস্য বলে। তাঁকে ছবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গিয়েছে। যদিও বিজেপি তাঁর দাবি উড়িয়ে দিয়েছে।
.