Home COVID-19 Sonia Gandhi: হাসপাতালে ভর্তি সনিয়া, জানালেন সুরজেওয়ালা

Sonia Gandhi: হাসপাতালে ভর্তি সনিয়া, জানালেন সুরজেওয়ালা

by Anamika Nandi
Sonia Gandhi: হাসপাতালে ভর্তি সনিয়া, জানালেন সুরজেওয়ালা

মহানগর ডেস্ক: ২ জুন তাঁর করোনা (Corona) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এবার জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। করোনা রিপোর্ট পজিটিভ এলে হোম আইসোলেশনে ছিলেন তিনি। রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতাল ভর্তি করতে হয়েছে তাঁকে। টুইট করে জানালেন রণদীপ সিং সুরজেওয়ালা।

প্রসঙ্গে সুরজেওয়ালা টুইট করে বলেছেন, করোনা সংক্রান্ত সমস্যা নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে রাখা হচ্ছে পর্যবেক্ষণের জন্য। তাঁর কথায়, ‘যাঁরা ওঁনার সুস্বাস্থ্য কামনা করেছেন তাঁদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি’।

আরও পড়ুন: ‘মমতার বৈঠকে উপস্থিত থাকবেন না উদ্ধব ঠাকরে’, জানালেন সঞ্জয় রাউত

চলতি মাসের শুরুতে করোনা রিপোর্ট পজিটিভ আসে সনিয়া গান্ধীর। যার পর তাঁর দল থেকে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন তিনি। করোনার উপসর্গ সামান্য রয়েছে। তবে এবার সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। প্রশ্ন উঠছে, তাহলে কি শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সভানেত্রীর? বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এবার তাঁর হাসপাতালে ভর্তির খবর চিন্তায় রাখছে সকলকে।

You may also like