মহানগর ডেস্ক: বৃহস্পতিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির মুখোমুখি হন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয় তাঁকে। জেরা শেষে আজকের মতো ছাড়া পান সনিয়াজী। গত মাসে সব মিলিয়ে প্রায় ৫৩ ঘণ্টার কাছাকাছি জেরা করা হয়েছিল রাহুল গান্ধীকে। কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ায় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হতে পারেননি কংগ্রেসের সভানেত্রী। অবশেষে এদিন ইডির দপ্তরে ১২টা নাগাদ পৌঁছেছেন তিনি।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, তদন্তকারী সংস্থার পাঁচ মহিলা আধিকারিক জেরা করেছেন সনিয়াজিকে। সব মিলিয়ে তাঁকে প্রায় ৫০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে এদিন কেন্দ্রীয় সংস্থার অফিসে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। কিন্তু তাঁকে অন্য ঘরেই রাখা হয়েছিল। আসলে মার অসুস্থতার কথা মাথায় রেখে সঙ্গে গিয়েছিলেন মেয়ে। তবে ভাই ইডির দফতরে আসার সময়ও তাঁর সঙ্গে হাজির ছিলেন প্রিয়াঙ্কা।
এদিন কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ছিল বৃহৎ। অনেক রাজ্যে পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন হাত শিবিরের নেতা-কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ দেখানোয় বহু নেতৃত্বকে গ্রেফতার করেছে পুলিশ। গত মাসে রাহুল গান্ধীকে পাঁচ দিন প্রায় ১২ ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দেখার এবার, কংগ্রেস সভানেত্রীকে কত ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা।