মহানগর ডেস্কঃ রাজ্যের শাসক দল একের পর এক দুর্নীতির অভিযোগে রীতিমত নাজেহাল। এসএসসি নিয়োগ দুর্নীতি, কখনও গরু পাচার, কখনও বা কয়লা পাচার মামলায় বিতর্ক বাড়ছে বৈ কমছে না। আর এবার কয়লার সঙ্গে বালি পাচারের দুর্নীতিতেও রাজ্যের নাম জড়ানোয় রাজ্যের মুকুটে দুর্নীতির নয়া পালক। বাঁকুড়া এবং পুরুলিয়ায় অবৈধ বালি ও কয়লা পাচার কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
বুধবার দুর্গাপুরে একটি বৈঠকে উপস্থিত থাকাকালীন সৌমিত্র খাঁ দাবি করেন, ‘বাংলায় বালি ও কয়লার সিন্ডিকেট ভাইপো দ্বারা পরিচালিত হয়ে চলেছে। ওঁ কন্ট্রোল করে সবকিছু। বালি টেন্ডার দেওয়ার সময় ভাইপো নিয়ন্ত্রণে রাখেন বলেও অভিযোগ করেন সৌমিত্র খাঁ। তিনি দাবি করেন, চোরের নতুন নাম্ বর্তমানে কিউ আর কোড। তিনি আরও অভিযোগ করেন, পুরুলিয়া আর বাঁকুড়ার পুলিশ সুপার দায়িত্ব নিয়ে এগুলি চালাচ্ছে । তিনি একইসঙ্গে দাবি করেন, সিবিআই তদন্তের মাধ্যমে তৃণমূলের নেতা মন্ত্রী ছাড়াও আইপিএস, আইএএসদের ধরা উচিত।
এদিন বিজেপি সাংসদ বলেন, ২০১১ সালের আগে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা চাকরি করার সুযোগ না পেলেও বর্তমানে প্রত্যেকেই বেআইনিভাবে চাকরি পেয়ে চলেছে বলে দাবি করেন তিনি। ওটাই তৃণমূলের সংস্কৃতি বলে দাবি করেন সৌমিত্র খাঁ।
এদিন রাজ্যে বোমাবাজি এবং বোমা বিস্ফোরণ কাণ্ড প্রসঙ্গেও মুখ খোলেন সৌমিত্র খাঁ। তিনি এদিন বলেন, রাজ্যের ক্যাবিনেটকে বাতিল করে দেওয়া উচিত। গোটা মন্ত্রিসভা বোমার অর্ডার দিয়ে চলেছে বলে অভিযোগও করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সরকার বর্তমানে বসে গিয়েছে। তাই তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীরও আর না বসে থেকে রাজ্যপাট ছেড়ে চলে যাওয়া উচিত বলে তিনি মনে করেন।