মহানগর ডেস্কঃ শনিবার বাংলায় শুভেন্দু বনাম অভিষেক। এইদিন শুভেন্দুর গড়ে অভিষেক আর অভিষেকের গড়ে শিশিরপুত্র শুভেন্দু। শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই কাঁথিতে বিশাল জনসভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ডায়মন্ড হারবারে পাল্টা সভার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এই দুই হেভিওয়েটের সভা নিয়ে গোটা রাজ্যের প্রস্তুতি তুঙ্গে। আর তারমধ্যেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রকাশ্যে তাঁর মুখে শোনা গেল, ওঁ শুভেন্দু অধিকারীর পায়ের জুতোর যোগ্য নয়। তিনি আবার কবে থেকে নেতা হলেন বলে প্রশ্নও তোলেন সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের এই বিস্ফোরক মন্তব্য ঘিরেই গোটা বঙ্গ রাজনীতিতে আলোড়ন।
বিগত কিছুদিন ধরেই দুই দলের মধ্যে শব্দের তীর ছোঁড়াছুঁড়ি ক্রমশই তীক্ষ্ণ রূপ নিচ্ছিল । শাসক বিরোধী দ্বন্দ্বে দুই দলের অন্দরে যখন ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক সেই মুহূর্তে বিজেপি সাংসদের এই মন্তব্য কার্যত ঘি ঢালার কাজও করে দ্বিগুণ উত্তপ্ত করল দ্বন্দ্বের আগুন।
এর আগে একুশের বিধানসভা ভোটের সময় শুভেন্দুর গড়ে জনসভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেই সভায় ভিড় ছিল চোখে পড়ার মত। জনজোয়ারে ভেসেছিল কাঁথি। শনিবারে আরও একবার শুভেন্দুর গড়ে অভিষেকের সভা। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, জনবিস্ফোরণ ঘটবে অভিষেকের সভায়। তৃণমূলের অন্যতম সৈনিক অভিষেকের এই সভা ঘিরে চরম উদ্দীপনা সেখানকার মানুষের মধ্যে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দ্বিগুণ সফল হবে অভিষেকের সভা এমনটাই মনে করছে শাসক দল।
তবে বিরোধীদলও টেক্কা দিতে প্রস্তুত। আদালত থেকে সভার অনুমতির পাওয়ার পরেই জোরকদমে চলছে ডায়মন্ড হারবার সভার প্রস্তুতি। বছর শেষেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখেই দুই দলের এই প্রস্তুতি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।