মহানগর ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জে পি নাড্ডা। সেখানে নাম নেই রূপা গাঙ্গুলি, সৌমিত্র খাঁ-র মত নেতৃত্বদের নাম। আর তাতেই কি কিছুটা অভিমানী অথবা কিছুটা মনঃক্ষুণ্ণ সৌমিত্র খাঁ? তাঁর ফেসবুক পোস্ট থেকে এমনই মনে করছেন নেটিজেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বুধবার সকালে ফেসবুকে সৌমিত্র খাঁ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের আশীর্বাদ মাথায় নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর উপরে এর আগেও আঘাত এসেছে বলে লেখেন তিনি। শত কষ্ট উপেক্ষা করেও তিনি এগিয়ে গেছেন বলে জানান। পাশাপাশি তিনি লেখেন, ঠিকটা ঠিক, ভুলটা ভুলই। বিজেপি সাংসদের বিস্ফোরক পোস্ট ঘিরে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা।
সোমবারের নতুন কোর কমিটিতে উঠে এসেছে মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহার নাম। সেই নাম থেকে বাদ পড়েন সৌমিত্র খাঁ। তার ঠিক কিছুক্ষণ পরেই তাৎপর্যপূর্ণ ভাবে রাঢ়বঙ্গের পর্যবেক্ষক পদ থেকে ইস্তফা দেন সৌমিত্র।
এর আগেও রাজ্যের যুব মোর্চার সভাপতি পদ থেকে তাঁকে অব্যহতি দিয়ে করা হয় যুব মোর্চার সর্বভারতীয় সহ সভাপতি। পদের সাংগঠনিক গুরুত্ব কম বুঝেও প্রকাশ্যে কিছু জানাননি তিনি। তবে এবার কোর কমিটি থেকে বাদ পড়েই ক্ষোভ উগরে দিলেন তিনি। ঘনিষ্ঠ মহলের খবর, ক্ষোভেই রাঢ় বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর তারপরেই ক্ষোভ উগরে ফেসবুকের এই পোস্ট বলে মনে করেছেন অনেকে। যদিও সৌমিত্র খাঁ-র এই পোস্ট নিয়ে রাজ্য বিজেপির নেতৃত্বদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।