Home Politics SOUTH 24 PARGANAS: বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা সত্ত্বেও খোলা রইল সরকারি স্কুল

SOUTH 24 PARGANAS: বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা সত্ত্বেও খোলা রইল সরকারি স্কুল

by Arpita Sardar
birsa munda birthday, state holiday, school open, political influence

মহানগর ডেস্কঃ বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সাঁওতাল বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডার সম্মানেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরসা মুন্ডা রাঁচী অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী সহ সমাজ সংস্কারক ছিলেন। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করার জন্যই ১৫ নভেম্ব্র সরকারি ছুটির নির্দেশিকা। সেই নির্দেশিকা না মেনেই খোলা রইল সরকারি স্কুল। এরকম ঘটনাই লক্ষ্য করা গেল দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। সরকারি ছুটির দিনে স্কুল খোলা থাকার ঘটনাতেই তৈরি হয়েছে বিতর্ক।

মঙ্গলবার সোনারপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেয়াদহ হাইস্কুল খোলা থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিশ্লেষণ আলাদা। তিনি জানান, সরকারি নির্দেশ অনুযায়ী তারা ৬৫টি ছুটি দিতে পারেন। তাই এদিন তাঁরা স্কুল খোলা রেখেছেন। মঙ্গলবারের এই ছুটি পরবর্তীকালে অ্যাডজাস্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে উত্তর ২৪ পরগণাতেও একই ঘটনা দেখা যায়। রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি থাকলেও হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় খোলা। পড়ুয়ারা নিয়মমত হাজির স্কুলে। তাদের বক্তব্য, ছুটির কথা বলেনি স্কুল। তাই তাঁরা পড়তে এসেছে। পরে সেই স্কুলের তরফে ভুল বুঝে ছুটি দিয়ে দেওয়া হয়।

এদিকে এই স্কুল খোলা থাকার ঘটনাতে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। স্কুল খোলা থাকার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব খোঁজ নিতে আসেন। তাঁদের তরফে দাবি করা হয়, স্কুলের পরিচালন সমিতি শাসক দলের নেতৃত্বাধীন। আদিবাসী সমাজকে অসম্মান করার কারণে স্কুল খোলা রাখা হয়েছে বলে এদিন সুর চড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।

You may also like