Home Featured South Korea Stampede : দক্ষিণ কোরিয়া হ্যালোয়েন উৎসবে হুড়োহুড়ি, পায়ের চাপে মৃত্যু একশো একান্ন জনের, দেশ জুড়ে শোক

South Korea Stampede : দক্ষিণ কোরিয়া হ্যালোয়েন উৎসবে হুড়োহুড়ি, পায়ের চাপে মৃত্যু একশো একান্ন জনের, দেশ জুড়ে শোক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আনন্দের উৎসব পরিণত হল শোকে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের (South Korea) ইতাওনে হ্যালোয়েন উৎসবে হুড়োহুড়িতে পায়ের চাপে মৃত্যু হল একশো একান্ন জনের, যাদের মধ্যে অধিকাংশই তরুণ (South Korea Stampede)। দুর্ঘটনায় মারা গিয়েছেন উনিশজন বিদেশি। মৃতদের মধ্যে ৯৭জন মহিলা এবং ৫৪জন পুরুষ। ঢালু, সরু রাস্তায় ভিড়ের চাপে অনেকেই হৃদরোগে আক্রান্ত হন। পুলিশ ও দমকলের কর্মীরা হৃদরোগে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা করেন। প্রায় একলক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন এই হ্যালোয়েন উৎসবে। কোভিডের জন্য দু বছর বন্ধ থাকার পর এবারই এই উৎসব হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাঁরা এসেছিলেন,তাঁদের বেশিরভাগেরই বয়েস বছর কুড়ির মধ্যে।

দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ইতিহাসে এটিই সব থেকে সব থেকে বড় ধরণের দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল জাতীয় শোকদিবস পালনের কথা ঘোষণা করেছেন। যাঁরা আহত হয়েছেন,তাঁদের চিকিৎসার খরচ দেওয়া হবে বলে জানিয়েছেন। আর যাঁরা মারা গিয়েছেন তাঁদের অত্যেষ্টির খরচও সরকার দেবে বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার পুংখানুপুঙ্খ তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে যাতে এই ধরণের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সেজন্য সে ব্যাপারে সমস্তরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও কথাও জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, হুড়োহুড়িতে মানুষ একজন আরেকজনের ঘাড়ের ওপর পড়ে। একবারে টিলার মতো লাগছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বের রাষ্ট্রনেতারা। শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সানুক।

You may also like