মহানগর ডেস্ক: মর্মান্তিক! কর্ণাটকে (Karnataka) কলেজ থেকে বাড়ি ফেরার পথে উনিশ বছরের এক তরুণীকে পিষে দিল ক্রেন (Speeding Truck Mowed Down Girl)। মৃতার নাম নূর পিজা। গোটা ঘটনাটি সিসিটিভিতে ক্যামেরাবন্দি হয়েছে। তাতে দেখা গিয়েছে ওই কলেজছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার সময় তাকে ভারী চাকার নীচে পিষে দিচ্ছে ক্রেনটি। গুরুতর জখম নূরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ফেটে পড়ে। তারা রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ পার্ক তৈরি করার জন্য ওই বেসরকারি কলেজের ফুটপাথ দখল করা হয়েছে। নেই কোনও স্পিড ব্রেকারও। এই ঘটনায় একটি মামলা রুজু করেছে হোয়াইট ফিল্ড থানা।
তরুণীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে কর্ণাটকেই আরেকটি ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজন মহিলা শ্রমিকের। গুরুতর জখম এগারোজন। জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি দ্রুত গতিতে ছুটে আসা ট্রাক ও অটোর মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। বেশি রাতের দিকে বিদার থেকে ওই মহিলারা সবাই অটোয় করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। সারাদিন কাজ করার পর ওই মহিলা শ্রমিকেরা নিজেদের বাড়ি ফিরছিলেন। সেইসময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোয় ধাক্কা মারে। স্থানীয় বিমলাখেদা স্কুলের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের ধাক্কায় অটোটি গুড়িয়ে যায়। ট্রাকের চালক-সহ এগারোজনের অবস্থা সন্তোষজনক।
Fo