HomeSports News6 মাস 20 দিন সাইকেল চালিয়ে সৌদি আরবে রোনাল্ড ভক্ত

6 মাস 20 দিন সাইকেল চালিয়ে সৌদি আরবে রোনাল্ড ভক্ত

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নামটা শোনেননি এমন ফুটবল প্রেমী গোটা বিশ্বে হয়তো খুব কমই রয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ফুটবল তারকার অগণিত ভক্ত। 7 নম্বর জার্সির এই পর্তুগাল খেলোয়াড়কে একবার চোখের দেখা দেখতে মুখিয়ে থাকেন তারা। একেক জনের মধ্যে সিআর7 কে নিয়ে উচ্ছ্বাস আবার এক এক রকম। কেউ প্রিয় খেলোয়াড়ের মূর্তি বানিয়ে বাড়িতে রেখেছেন, কেউ আবার প্রতিদিন ফুটবল তারকার পুজো না করে বাড়ি থেকে বের হন না। তবে সম্প্রতি রোনাল্ডোর সাথে দেখা করতে 6 মাসেরও বেশি সময় ধরে সাইকেল চালিয়ে সৌদি আরব পৌঁছেছেন এক চিনা ভক্ত। যদিও শেষ পর্যন্ত সফলও হয়েছেন তিনি। 

চিন থেকে সাইকেল চালিয়ে সৌদি আরবে রোনাল্ডো ভক্ত 

সৌদি প্রো লিগে আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ শেষে রোনাল্ডোর সাথে দেখা করেন চিন থেকে আসা এক ভক্ত। জানা গেছে, ফ্লাইট ভাড়া না থাকায় সড়ক পথে 6 মাস 20 দিন ধরে 13 হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে সৌদি আরবে শুধুমাত্র প্রিয় ফুটবলারকে দেখতে যান তিনি। নিজের বাহনকে নিয়ে আল নাসরের জার্সি সহ রোনাল্ডোর জন্য অপেক্ষা করছেন এক ভক্ত। সমাজ মাধ্যমে এমনই এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে সাইকেলের ওপর আল নাসেরের সিআর7 জার্সি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ঝুলিয়ে রাখার পাশাপাশি একটি বড় কাগজে লেখা হয়েছে, 13 হাজার কিলোমিটার, 6 মাস 20 দিন। 

তবে শেষ পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে নিজের দেশ ছেড়ে আশা যে জন্য অর্থাৎ ভক্তের সেই উদ্দেশ্য পূরণ করলেন পর্তুগাল খেলোয়াড়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রোনাল্ড ভক্তের ছবি গুলির মধ্যে নেট নাগরিকদের নজর কেড়েছে বিশেষ একটি ছবি। যেখানে চিনা ফ্যানের সাথে একই ফ্রেমে রয়েছেন ফুটবল তারকা। সেই সাথে ছবিটিতে রোনাল্ডোকে অটোগ্রাফ দিতেও দেখা যায়। এরপরই নেট মাধ্যম জুড়ে প্রশংসায় ভেসেছেন বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন ফুটবলার। রোনাল্ডোর প্রশংসায় এক ভক্ত লিখেছেন, কেউ ফুটবল পছন্দ করুক আর না করুক এই মানুষটাকে পছন্দ করে। কেউ আবার লিখেছেন, ভালবাসার শক্তি হয়তো একেই বলে। 

আরও পড়ুন: যাত্রীদের আলিঙ্গন করার সময় বেঁধে দিল এয়ারপোর্ট কর্তৃপক্ষ, ভাইরাল পোস্ট

Most Popular