বিক্রম ব্যানার্জী: আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও ইমার্জিং এশিয়া কাপে ভারতকে হারিয়েছে আফগানিস্তান। শুক্রবার ছিল মরশুমের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, আর সেখানেই ভারতীয় এ দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নামেন আফগানিস্তানি ক্রিকেটাররা। দলের হয়ে ব্যাট হাতে 83 রানের ঝোড়ো ইনিংস খেলেন তরুণ ব্যাটার সেদিকউল্লাহ আতাল। সেই পথ ধরেই জয় হাসিল করেছে আফগানিস্থান বাহিনী।
ভারতকে হারিয়ে তীব্র উচ্ছ্বসিত সেদিকউল্লাহ
শুক্রবার ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালের রণক্ষেত্র ছিল ওমানের আল আমেরাত স্টেডিয়াম। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলের হয়ে রান বাড়াতে বদ্ধপরিকর ওপেনিং জুটি 137 রান হাঁকায়। 41 বলে 64 রানের ইনিংস খেলেন ওপেনার জেবাইদ আকবরি। অন্যদিকে মাত্র 20 বলে 41 রান করেন করিম। তবে শুক্রবারের ম্যাচে নজর কেড়েছিলেন আফগান প্লেয়ার সেদিকউল্লাহ আতাল।
ভারতের বোলারদের 52 বলে 83 রানের বড় ইনিংস আসে 23 বছর বয়সী আতালের ব্যাট থেকে। সেই সাথে প্রতিপক্ষকে 206 রানের বড় লক্ষ্যে দাড় করায় আফগানিস্তান। তবে লক্ষ্য তাড়া করে তা পূরণ করা হয়নি ভারতের ছেলেদের। 186 রানেই আফগান বাহিনীর কাছে থেমে যায় ভারতীয় ব্যাটাররা। দেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টি-টোয়েন্টিতে সদ্য ডাক পাওয়া রমনদীপ সিং এদিন 64 রানের বড় ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।
তবে ভারতকে হারিয়ে তীব্র উচ্ছাসিত আফগানিস্তানের তরুণ ব্যাটার সেদিকউল্লাহ আতাল। একই সঙ্গে, খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স ভয় ধরাচ্ছে পদ্মা পাড়ের দল বাংলাদেশের মনে। কারণ আফগানিস্তান বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজে তরুণ আতালকে দলে রেখেছে বোর্ড। ফলত আগামী 6, 9 ও 11 নভেম্বরের ম্যাচগুলিতে টাইগারদের অসফলতার কারণ হয়ে উঠতে পারেন তিনি।