বিক্রম ব্যানার্জী: পাকিস্তানের বিরুদ্ধে 14 নভেম্বর টি টোয়েন্টি সিরিজ শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। আর তার আগেই দল ঘোষণা করে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়লের দেশ। তবে দলে কারা কারা থাকছেন সেই প্রথম একাদশ ঘোষণা করলেও দলকে নেতৃত্ব কে দেবেন অর্থ্যাৎ অধিনায়কের নাম প্রকাশ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সাথে, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও হ্যাজলউডদের দেখা মিলবে না পাকিস্তান সিরিজে।
অধিনায়কহীন দল ঘোষণা অস্ট্রেলিয়ার
ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ। তবে সেই মহাযুদ্ধের প্রথম ত্রয়োদশে দেখা নেই দলের পরিচিত মুখেদের। নেপথ্যে যদিও একাধিক কারণ। মেরুদণ্ডের নিম্নাংশে অস্ত্রোপচারের জন্য দলে নেই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। পিতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন হেড ও মার্শ। অন্যদিকে আসন্ন গাভাস্কার ট্রফিতে খেলবেন কামিন্স, হ্যাজলউড ও স্টার্ক। ফলত পাকিস্তানের বিপক্ষে ঘোষিত দলে নাম নেই ধুরন্ধরদের।
তবে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার 13 সদস্যের দ্বিতীয় সারির দলে রয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও স্টয়নিস। কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিভাশালী ক্রিকেটাররা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। যদিও মনে করা হচ্ছে ম্যাক্সওয়েলদের মধ্যেই কাউকে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বের দায়িত্ব কাজে তুলতে হতে পারে। এখন দেখার অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে কার নাম উঠে আসে বোর্ডের ঘোষণায়।
এক নজরে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড
শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, টিম ডেভিড, কুপার কনোলি, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, জশ ইংলিস, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টয়নিস।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টেও জেতা হল না ভারতের, নিজেদের অস্ত্রেই ঘায়েল রোহিত ব্রিগেড