বিক্রম ব্যানার্জী: টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। তবে পরবর্তীতে মাঠে ফিরলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটের নেতৃত্ব থেকে প্রায় মুছে গিয়েছিল ওয়ার্নারের নাম। ফলত 22 গজে দলকে আর নেতৃত্ব দেওয়া হয়নি খেলোয়াড়ের। এবার সেই নিষেধাজ্ঞা তুলে ডেভিড ওয়ার্নারকে নেতৃত্বের অধিকার দিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সাড়ে 6 বছরেরও বেশি সময় অতিক্রম করে আজীবন নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে নেতৃত্বে ফিরছেন ধুরন্ধর ব্যাটার ওয়ার্নার।
নেতৃত্বে ফিরছেন ডেভিড ওয়ার্নার
2018 সালে টেস্ট ক্রিকেটে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়েছিল ডেভিড ওয়ার্নারের নাম। এরপরই ক্রিকেট থেকে 1 বছরের জন্য অপসারিত হওয়ার পাশাপাশি আজীবনের নেতৃত্ব হারান খেলোয়াড়। বোর্ডের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে 3 সদস্যের প্যানেলে জটিল শর্তাবলী তুলে নেওয়ার আবেদন জানান 37 বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেটার। খেলোয়াড়ের অনুরোধ মেনে প্যানেলের পর্যবেক্ষণ, শাস্তি ঘোষণার পর থেকেই নিজেকে শুধরে নিয়েছেন খেলোয়াড়।
সেই সাথে, নিজের কাজের জন্য যথেষ্ট অনুশোচনা বোধ করেছেন তিনি। এমনকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যাবতীয় মানদণ্ডও পূরণ করেছেন ওয়ার্নার। বিষয়টি সার্বিক পর্যালোচনার পরই শুক্রবার ক্রিকেটারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় 3 সদস্যের কমিশন। জাতীয় দল থেকে অবসর নিলেও আপতত ফ্র্যাঞ্চাইজি লিগ গুলিতে নেতৃত্ব দিতে পারবেন 31 নম্বর জার্সি। সব ঠিক থাকলে আগামী মরশুম থেকেই সিডনি থান্ডারের হয়ে নেতৃত্ব দিতে পারবেন ওয়ার্নার।
প্রসঙ্গত, জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে অন্তত শেষবারের মতো টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার ইচ্ছা ছিল ওয়ার্নারের। তবে সেই আশায় জল ঢেলেছিল বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া। গত জুনে 20 ওভারের ম্যাচ অর্থাৎ টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই সাথে ঘুচে গিয়েছিল নেতৃত্ব দেওয়ার স্বপ্নও। তবে দীর্ঘ সময় পেরিয়ে প্যানেলের সিদ্ধান্তে আবারও নিজেকে অধিনায়ক হিসেবে দেখতে পারবেন অস্ট্রেলিয়ার এই খেলোয়াড়।
আরও পড়ুন: হাইতিতে রাষ্ট্রপুঞ্জের হেলিকপ্টারে চলল গুলি! অভিযোগের তীর সশস্ত্র বাহিনীর দিকেই