Home Sports News হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমন, কবে ময়দানে নামছেন তিনি?

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমন, কবে ময়দানে নামছেন তিনি?

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আপাতত ভারতীয় ক্রিকেট টিমে স্বস্তির নিঃশ্বাস। ডেঙ্গির কারণে ভারতীয় ক্রিকেট টিমের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill) ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচ খেলতে পারেননি। প্লেটলেট কাউন্ট কমায় তাঁকে তড়িঘড়ি চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে কবে থেকে তিনি মাঠে যাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে সূত্রের খবর, শুভমনের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তাই নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর জায়গায় অন্য কাউকে বসানোর কথা ভাবতে পারে। শুভমন গিলের ভক্তরাও তাঁর ডেঙ্গির খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন। এই মূহুর্তে তিনি ডাক্তার রিজওয়ান খানের পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর শুভমন গিলের প্লেটলেট সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাঁর প্লেটলেট সংখ্যা এখন ৭০ হাজার। বলা হয়, ১ লক্ষের নীচে প্লেটলেট নেমে গেলেই ডেঙ্গি রোগীকে হাসপাতালে ভর্তি করার নিয়ম। তাই শুভমন গিলের প্লেটলেট সংখ্যা ১ লক্ষের উপরে উঠে আসলেই তিনি পুরোপুরি সুস্থ হবেন। তাই BCCI সূত্রের খবর, দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না শুভমন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু তারা পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

তাই নির্বাচকরা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর জায়গায় আনার জন্যে দুজনকে ভাবছেন। একজন যশস্বী জয়সওয়াল ও অন্যজন ঋতুরাজ গায়কোয়াড়। যশস্বী এশিয়ান গেমসে কেরিয়ারের প্রথম টি-২০ শতরানও করেছেন। ঋতুরাজ এশিয়ান গেমসে ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন। তবে এখন শুভমনের সুস্থ হওয়ার অপেক্ষায় ভারতীয় টিম।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved